Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Sports News

প্রয়াত বাংলা ক্রিকেট দলের দীর্ঘদিনের ম্যানেজার সমীর দাশগুপ্ত

শেষ রাজকোটে গিয়েছিলেন বাংলা দলের সঙ্গে। ১৩ থেকে ১৬ নভেম্বর ছিল বাংলা-তামিলনাড়ুর মধ্যে রঞ্জি ট্রফির খেলা। ম্যাচ ড্র করেই শহরে ফিরেছিলেন সমীর দাশগুপ্ত। তার পর থেকেই অসুস্থ। হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হন শহরের হাসপাতালে। ভর্তি ছিলেন আইসিইউতে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৬ ১৬:৫৮
Share: Save:

শেষ রাজকোটে গিয়েছিলেন বাংলা দলের সঙ্গে। ১৩ থেকে ১৬ নভেম্বর ছিল বাংলা-তামিলনাড়ুর মধ্যে রঞ্জি ট্রফির খেলা। ম্যাচ ড্র করেই শহরে ফিরেছিলেন সমীর দাশগুপ্ত। তার পর থেকেই অসুস্থ। হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হন শহরের হাসপাতালে। ভর্তি ছিলেন আইসিইউতে। বুধবার সকাল সাতটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল থেকে তাঁর ক্লাব ভিক্টোরিয়া স্পোর্টিং, ইস্টবেঙ্গল ক্লাব হয়ে সিএবিতে নিয়ে আসা হয়েছিল সমীর দাশগুপ্তের দেহ। বেশ কিছুক্ষণ ওখানে শায়িত থাকার পর বাড়ির পথে রওনা দেয় তাঁর মরদেহ। বয়স হয়েছিল ৭৫ এর কাছাকাছি।

গত ১৬-১৭ বছর ধরেই বাংলা ক্রিকেট দলের ম্যানেজার মানে তিনিই। বুধবার বাংলা ক্রিকেটের একটা অধ্যায়ের শেষ হয়ে গেল। সিএবির অন্দরে ফাঁকা হয়ে গেল একটা জায়গা। যাঁকে হাসি মুখে পাওয়া যেত সব সময়। সেই চিরচেনা ম্যানেজারকে শেষ শ্রদ্ধা জানাতে এদিন সিএবিতে উপস্থিত ছিলেন লক্ষ্মীরতন শুক্ল, সৌরাশিস লাহিড়িরা। ছিলেন, অশোক মালহোত্রা, সম্বরন বন্দ্যোপাধ্যায়ের মতো প্রাক্তন ক্রিকেটাররা। সমীর দাশগুপ্তের মৃত্যুতে হতাশ সৌরাশিস বলেন, ‘‘শুধু ম্যানেজার নয় আমাদের বন্ধুর মতো ছিলেন। সমীরদা ছাড়া অন্য কাউকে ম্যানেজার হিসেবে ভাবতেই পারতাম না। আসলে ম্যানেজার নয় টিম মেটকে হারালাম।’’

আরও খবর

রঞ্জি ট্রফির মাঠে আহত তন্ময় পৌঁছে গেলেন হাসপাতালে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Samir Dasgupta CAB
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE