Advertisement
২৩ মে ২০২৪

রঞ্জিতে কঠিন পরীক্ষা বাংলার

৫ নভেম্বর ইডেনে বাংলার প্রথম ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে ইডেনে। দ্বিতীয় ম্যাচেই প্রতিপক্ষ পঞ্জাব।

শক্তিশালী প্রতিপক্ষ নিয়ে ভাবতে চাইছেন নাবাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি।—ফাইল চিত্র

শক্তিশালী প্রতিপক্ষ নিয়ে ভাবতে চাইছেন নাবাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি।—ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৯ ০৫:০৩
Share: Save:

রঞ্জি ট্রফির এলিট ‘এ’ গ্রুপে পড়েছে বাংলা। যে গ্রুপে রয়েছে গুজরাত, পঞ্জাব, রাজস্থান, মুম্বই, রেলওয়েজ, মধ্যপ্রদেশ, হায়দরাবাদ, সৌরাষ্ট্রের মতো শক্তিশালী প্রতিপক্ষ। কিন্তু বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি যদিও তা নিয়ে ভাবতে চান না। তিনি জানেন, রঞ্জি ট্রফি জিততে গেলে কঠিন প্রতিপক্ষকে হারাতেই হবে। সে ভাবেই প্রস্তুতি শুরু করবে বাংলা।

সোমবার আনন্দবাজারকে ফোনে মনোজ বলেন, ‘‘রঞ্জিতে ভাল পারফর্ম করতে গেলে কঠিন দলের বিরুদ্ধে খেলতে হবেই। সে ভাবেই প্রস্তুত হতে হবে আমাদের। তা চাড়া কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ভাল পারফর্ম করার রীতি আমাদের রয়েছে। গত বার দিল্লিকে হারিয়েছি। তার আগের বার পঞ্জাবকে দু’বার হারিয়েছি। মধ্যপ্রদেশ শেষ বারও আমাদের গ্রুপেই ছিল। সুতরাং কঠিন প্রতিপক্ষ নিয়ে ভাবতে চাই না।’’

৫ নভেম্বর ইডেনে বাংলার প্রথম ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে ইডেনে। দ্বিতীয় ম্যাচেই প্রতিপক্ষ পঞ্জাব। অধিনায়ক মনোজ জানিয়েছেন, প্রতিপক্ষে বড় নাম দিয়ে যাচাই করা উচিত না। ‘‘প্রতিপক্ষকে কী ভাবে‌ হারানো যায় তার প্রস্তুতি নিতে হবে। এ বার আগে থেকেই আমাদের ফিটনেস ট্রেনিং শুরু হয়েছে। গত বার যা নিয়ে সব চেয়ে বেশি সমস্যা দেখা গিয়েছে। ১০ অগস্টের পর থেকে নেট প্র্যাক্টিসও শুরু হয়ে যাবে। মরসুমের শেষ পর্যন্ত দলের প্রত্যেকে ফিট থাকলে অনেকটা সমস্যা মিটে যাবে।’’

এ বার রঞ্জি ট্রফির আগেই রয়েছে বিজয় হজারে ও সৈয়দ মুস্তাক আলি ট্রফি। সীমিত ওভারের ক্রিকেট খেলার পরে চার দিনের ম্যাচে মানিয়ে নিতে সমস্যা হবে না? মনোজের উত্তর, ‘‘মানিয়ে নেওয়াই তো একজন ভাল ক্রিকেটারের কাজ। পারতে তো হবেই।’’

বাংলার কোচ অরুণ লালও গ্রুপ নিয়ে ভাবতে নারাজ। বলছিলেন, ‘‘কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে এমনিতেই খেলতে হবে। কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে তো আর সহজ প্রতিপক্ষ থাকবে না। ভালই হয়েছে কঠিন দলের বিরুদ্ধে আগেই খেলে নিতে পারব। নক-আউটে উঠতে পারলে আত্মবিশ্বাসও অনেক বাড়বে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Bengal Ranji Trophy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE