Advertisement
২০ এপ্রিল ২০২৪

হোম ম্যাচে খুশি মনোজ

মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়াতে গেলেও মন মাঝে মাঝেই ফিরছে দেশে, ক্রিকেটের খোঁজখবর নিতে। ঘরোয়া মরসুমে ও আইপিএলে ভাল পারফরম্যান্সের পরেও নির্বাচকরা তাঁর জন্য ভারতীয় দলের দরজা খুলে দেননি।

ছুটি: মার্কিন মুলুকেও মাঠের টান এড়াতে পারলেন না মনোজ তিওয়ারি। ফাইল চিত্র

ছুটি: মার্কিন মুলুকেও মাঠের টান এড়াতে পারলেন না মনোজ তিওয়ারি। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৭ ০৪:২৩
Share: Save:

রঞ্জি ট্রফিতে হোম ম্যাচ ফিরে আসায় খুশি বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। তবে ফর্ম্যাট বদলের জন্য রঞ্জির লিগ পর্যায়ে ম্যাচ সংখ্যা কমে যাওয়ায় অতটা খুশি নন।

মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়াতে গেলেও মন মাঝে মাঝেই ফিরছে দেশে, ক্রিকেটের খোঁজখবর নিতে। ঘরোয়া মরসুমে ও আইপিএলে ভাল পারফরম্যান্সের পরেও নির্বাচকরা তাঁর জন্য ভারতীয় দলের দরজা খুলে দেননি। তাতে অবশ্য মনোজের সঙ্কল্প টলেনি। তাঁর মাথায় সেই ক্রিকেটই ঘুরছে। রঞ্জি ট্রফির ফর্ম্যাট বদলের খবর পেয়ে বুধবার ওয়াশিংটন থেকে ফোনে বললেন, ‘‘ক্রিকেটাররা বেশি ম্যাচ খেলতেই পছন্দ করে। তাই রঞ্জিতে ম্যাচের সংখ্যা কমে যাওয়াটা আমার কাছে তেমন ভাল খবর নয়। তবে এই ফর্ম্যাটে রঞ্জির লিগ পর্ব আরও জমে যাবে। দলগুলোর সরাসরি জেতার প্রবণতা বাড়বে। আরও আকর্ষণীয় হয়ে উঠবে টুর্নামেন্টটা।’’

আর হোম ম্যাচ ফিরে আসা নিয়ে বলছেন, ‘‘এটা খুব ভাল খবর। ক্রিকেটার, সমর্থক সবার পক্ষেই। ইডেনে কিছু সমর্থককে নিয়মিত দেখি। গত বার একটাও ম্যাচ আমরা ইডেনে না খেলায় তাঁরা নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছেন। আর সব টিমকেই গতবার প্রচুর সফর করতে হয়েছে। এ বার তা হবে না। আমরা মাঠে আরও বেশি পরিশ্রম করতে পারব।’’

আরও পড়ুন:

পছন্দের চাকরিতে যোগ দিতে চলেছেন হরমনপ্রীত

তবে ইডেনে এখন যেহেতু পেস সহায়ক উইকেট, তাই বেশি করে পেস বোলারদেরই হয়তো দলে লাগবে বাংলার। এই নিয়ে মনোজের বক্তব্য, ‘‘ইডেনের উইকেট না দেখে তো এর উত্তর দিতে পারব না। তবে গতবারের মতো হলে নিশ্চয়ই পেসাররা সাহায্য পাবে। তবে যে কোনও পিচে খেলার মতো দল আমাদের আছে।’’

মার্কিন মুলুকে বেড়াতে গিয়েও মাঠের টান উপেক্ষা করতে পারেননি। নিউইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে গিয়েছিলেন ইয়াঙ্কিজ বনাম টাম্পা বে-র মধ্যে বেসবলের ম্যাচ দেখতে। সেই অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘‘আইপিএলের চেয়েও বেশি উত্তেজনায় ঠাসা পরিবেশ। জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা।’’

সম্প্রতি মোহনবাগান তাঁকে রেকর্ড অঙ্কের প্রস্তাব দিয়েছে স্থানীয় লিগে খেলার জন্য। এ কথা স্বীকার করে মনোজ বললেন, ‘‘যা অঙ্কের প্রস্তাব দিয়েছে, তা কলকাতা ক্রিকেট লিগে বোধহয় কেউ কোনও দিন পায়নি। তাই মোহনবাগানের প্রস্তাব ভেবে দেখছি। এ মাসের শেষে দেশে ফিরে সিদ্ধান্ত নেব। সম্ভাবনা আছে।’’ তিনি রাজি হলে বাংলার দুই সেরা তারকা ঋদ্ধি-মনোজকে মোহনবাগান জার্সি গায়ে একসঙ্গে খেলতে দেখা যাবে লিগে।

ও দিকে আবার প্রজ্ঞান ওঝা সিএবি-র কাছে হায়দরাবাদে ফিরে যাওয়ার অনুমতি চাইলেও তাঁকে এখনও তা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। মনোজ বলছেন, ‘‘এটা সম্পুর্ণ সিএবি-র সিদ্ধান্ত। এই নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে এটুকু বলতে পারি, প্রজ্ঞান দলে থাকুক বা না থাকুক, বাংলা ভাল খেলবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE