Advertisement
০৭ মে ২০২৪

বাংলার রঞ্জি অভিযান শুরু ১৩ অক্টোবর

এ বছর বাংলা রঞ্জি ট্রফি অভিযান শুরু করছে ১৩ অক্টোবর, জয়পুরে, উত্তর প্রদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। রঞ্জি ট্রফি ৬ অক্টোবর থেকে শুরু হলেও প্রথম রাউন্ডেই বাংলাকে নামতে হচ্ছে না। মনোজ তিওয়ারিরা অভিযান শুরু করছে দ্বিতীয় রাউন্ড থেকে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৫৬
Share: Save:

এ বছর বাংলা রঞ্জি ট্রফি অভিযান শুরু করছে ১৩ অক্টোবর, জয়পুরে, উত্তর প্রদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। রঞ্জি ট্রফি ৬ অক্টোবর থেকে শুরু হলেও প্রথম রাউন্ডেই বাংলাকে নামতে হচ্ছে না। মনোজ তিওয়ারিরা অভিযান শুরু করছে দ্বিতীয় রাউন্ড থেকে। শুক্রবার যে সূচি প্রকাশ করেছে বোর্ড, সেই অনুযায়ী এ বছর বাংলার গ্রুপে উত্তর প্রদেশ ছাড়াও রয়েছে বরোদা, পঞ্জাব, মধ্যপ্রদেশ, গুজরাত, তামিলনাড়ু ও রেলওয়েজ। সব খেলাই এ বার বাইরে। ঘরের মাঠের সুবিধা কোনও দলই পাবে না।

বাংলার পরের ম্যাচগুলো যথাক্রমে ২০-২৩ অক্টোবর বনাম পঞ্জাব, বিলাসপুর। ২৭-৩০ অক্টোবর বনাম রেলওয়েজ, ধর্মশালা। ৫-৮ নভেম্বর বনাম গুজরাত, নয়াদিল্লি। ১৩-১৬ নভেম্বর বনাম তামিলনাড়ু, রাজকোট। ২১-২৪ নভেম্বর বনাম বরোদা, লাহলি। ২৯ নভেম্বর-২ ডিসেম্বর বনাম মুম্বই, নাগপুর। ৭-১০ ডিসেম্বর বনাম মধ্যপ্রদেশ, দিল্লি (পালাম)। কলকাতায় বাংলার ম্যাচ নেই। অন্য দলের ম্যাচ হবে। ২০-২৩ অক্টোবর গৌতম গম্ভীরের দিল্লি খেলবে কর্নাটকের বিরুদ্ধে।

রঞ্জির প্রস্তুতি সারতে মুম্বই তাদের রঞ্জি দল নিয়ে শহরে আসছে। বাংলার রঞ্জি দলের বিরুদ্ধে চার দিনের দুটো ম্যাচ তারা খেলবে যথাক্রমে ২১-২৩ ও ২৬-২৯ তারিখে। প্রাক্তন ক্রিকেটার জয়দীপ মুখোপাধ্যায়কে বাংলার সিনিয়র দলের ক্রিকেট অপারেশনস ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ranji Trophy Bengal Team
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE