Advertisement
২৫ মে ২০২৪

পরের ম্যাচেও ঋদ্ধি, শামিকে চাইছে বাংলা

ইডেনে টেস্ট ম্যাচ শুরু ১৬ নভেম্বর। বাংলার রঞ্জি ম্যাচ রয়েছে ৯-১২ নভেম্বর। তার মানে বাংলার ম্যাচ শেষ হওয়ার পরেও মাঝখানে তিন দিন সময় রয়েছে।

মহড়া: ইডেনে বাংলার প্র্যাক্টিসে ঋদ্ধিমান সাহা। ছবি: সুদীপ্ত ভৌমিক

মহড়া: ইডেনে বাংলার প্র্যাক্টিসে ঋদ্ধিমান সাহা। ছবি: সুদীপ্ত ভৌমিক

নিজস্ব স‌ংবাদদাতা
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৭ ০৪:০৫
Share: Save:

ঘরের মাঠে এক মরসুম বাদে ফের খেলতে নামছে বাংলা। ইডেনের সেই ম্যাচে খেলবেন বাংলা থেকে ভারতীয় টেস্ট দলে থাকা দুই নিয়মিত সদস্য ঋদ্ধিমান সাহা এবং মহম্মদ শামি।

তা নিয়ে আগ্রহের মধ্যেই শুরু হয়েছে নতুন এক টানাপড়েন। বাংলা তাদের পরের ম্যাচও খেলবে ঘরের মাঠে। যে হেতু ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট রয়েছে, সেই ম্যাচ হবে কল্যাণীতে। কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে, ঋদ্ধি এবং শামিকে সেই ম্যাচেও বা কেন খেলাবে না বাংলা?

ইডেনে টেস্ট ম্যাচ শুরু ১৬ নভেম্বর। বাংলার রঞ্জি ম্যাচ রয়েছে ৯-১২ নভেম্বর। তার মানে বাংলার ম্যাচ শেষ হওয়ার পরেও মাঝখানে তিন দিন সময় রয়েছে।

সবচেয়ে বড় কথা, বিরাট কোহালির দল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে কলকাতাতেই। তার মানে কোথাও বিমান ধরারও ব্যাপার নেই। বাংলা শিবির থেকে তাই জোর চেষ্টা করা হতে পারে দু’জনকে আরও একটি ম্যাচে খেলানোর।

প্রাথমিক ভাবে যা ইঙ্গিত মিলেছে, তাতে বাংলার এই চেষ্টা প্রবল বাধা পেতে পারে। শোনা যাচ্ছে, রঞ্জি খেলতে থাকা ভারতীয় টেস্ট দলের ক্রিকেটারদের বলা হয়েছে, এই ম্যাচের পর আর না খেলতে। মানে ৯ নভেম্বর শুরু ম্যাচে বাংলা যেমন পাবে না ঋদ্ধিমান বা শামিকে, তেমনই তামিলনাড়ুও আর পাবে না অশ্বিনদের। সৌরাষ্ট্র পাবে না রবীন্দ্র জাডেজাকে। দিন দু’য়েক বিশ্রাম নিয়ে তাঁরা ঢুকে পড়বেন কোহালির টেস্ট সংসারে। কিন্তু বাংলা শিবিরে কেউ কেউ এর পরেও চেষ্টা করতে চান। বিশেষ করে টেস্ট ম্যাচটা যখন ইডেনেই রয়েছে, ঋদ্ধিদের খেলানোর কথা বলে দেখাই যেতে পারে— এমনই মনে হচ্ছে কারও কারও।

বোর্ডের নীতির দিক থেকেও কিন্তু এই উদ্যোগ সমর্থনযোগ্য। কারণ, ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দেওয়ার জন্য বোর্ড তারকা ক্রিকেটারদের রঞ্জিতে খেলানোর উপরই জোর দিয়েছিল কয়েক বছর আগে। এখন আবার রোটেশন প্রথা এবং ক্রিকেটারদের বিশ্রামের দিকটা চলে এসেছে। তাই ঋদ্ধি বা শামিকে টেস্টের আগে দিন দু’য়েক বিশ্রাম নিতে বললেও অবাক হওয়ার নেই।

বাংলার দিক থেকে দেখতে গেলে ৯-১২ নভেম্বরের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। কল্যাণীতে সেই ম্যাচে প্রতিপক্ষ বিদর্ভ। ওয়াসিম জাফর-রা আছেন। ঘরের মাঠে এই ম্যাচটি জিততে পারলে নক-আউট পর্বে যাওয়ার লক্ষ্যে গতি আসবে। ঋদ্ধি, শামিকে রেখে দিয়ে পূর্ণ শক্তির দল খেলাতে চাইলে, সেটা মোটেও অন্যায় কোনও দাবি হবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE