Advertisement
১২ অক্টোবর ২০২৪

বাংলাকে আজ জিততেই হবে

সন্তোষ ট্রফির যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে সোমবার ‘ডু অর ডাই’ ম্যাচ বাংলার। প্রতিপক্ষ ওড়িশা। গ্রুপের বাঁধা টপকাতে হলে যে ম্যাচ জিততেই হবে মৃদুল বন্দ্যোপাধ্যায়ের টিমকে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৭ ০৩:৫২
Share: Save:

সন্তোষ ট্রফির যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে সোমবার ‘ডু অর ডাই’ ম্যাচ বাংলার। প্রতিপক্ষ ওড়িশা। গ্রুপের বাঁধা টপকাতে হলে যে ম্যাচ জিততেই হবে মৃদুল বন্দ্যোপাধ্যায়ের টিমকে। বাংলা কোচ এ দিন বোকারো থেকে ফোনে বললেন, ‘‘ওড়িশার খেলা দেখেছি। বেশ কয়েক জন ভাল ফুটবলার রয়েছে ওদের টিমে। তবে প্রথম ম্যাচের ভুলভ্রান্তি শুধরে আমাদের ছেলেরাও তৈরি। ছেলেরা জেতা ছাড়া অন্য কিছুই ভাবছে না।’’ গ্রুপ লিগে ছত্তীসগড়কে ২-১ হারিয়েছিল বাংলা। সেখানে ছত্তীসগড়কে বড় ব্যবধান ৫-১ হারিয়েছে ওড়িশা। কাজেই ওড়িশার সঙ্গে ড্র করলে গোলপার্থক্যে সন্তোষ থেকে ছিটকে যাওযার আশঙ্কা রয়েছে বাংলার।

অন্য বিষয়গুলি:

Bengal Odissa Santosh Trophy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE