অনূর্ধ্ব-২৩ ওয়ান ডে প্রতিযোগিতায় গুজরাতের বিরুদ্ধে ১২৩ রানে জয়ী বাংলা। অধিনায়ক ঋত্বিক রায়চৌধুরী ও বাঁ হাতি স্পিনার অনুরাগ তিওয়ারির দাপটে চার ম্যাচে দ্বিতীয় জয় এল বাংলা শিবিরে।
রবিবারই দিল্লির বিরুদ্ধে ম্যাচ খেলে এ দিন গুজরাতের বিরুদ্ধে নামতে হয়েছে সৌরাশিস লাহিড়ীর দলকে। কিন্তু তাঁদের স্কোরবোর্ড দেখলে ক্লান্তির কোনও ছাপ খুঁজে পাওয়া যাবে না।
সোমবার নাদিয়াদে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩০৭ রান করে বাংলা। ঋত্বিক করেন ৮৪ রান। ৫৪ বলে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেন অগ্নিভ পান। জবাবে ১৮৪ রানে অলআউট গুজরাত। ৪৭ রানে পাঁচ উইকেট নিয়ে বাংলাকে সহজ জয় এনে দিলেন অনুরাগ। এ ছাড়াও দু’টি উইকেট নেন ঈশান পোড়েল। একটি করে উইকেট আকাশ দীপ, করণ লাল ও আমির গনির।
ম্যাচ শেষে নাদিয়াদ থেকে ফোনে অধিনায়ক ঋত্বিক বললেন, ‘‘গত ম্যাচে এক উইকেটে হারলেও আমরা চেষ্টা করেছিলাম। তার পরের দিনই ঘুরে দাঁড়িয়েছি। এর থেকে এটাই বোঝায় আমাদের দলের চরিত্র ঠিক কী রকম। দলের প্রত্যেকের মধ্যে লড়াকু মানসিকতা রয়েছে।’’
বাংলার অনূর্ধ্ব-২৩ দলের পঞ্চম ম্যাচ ২২ ফেব্রুয়ারি অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে। কিন্তু সে ম্যাচ থেকে পাওয়া যাবে না অধিনায়ক ঋত্বিককে। মঙ্গলবারই সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলতে কটকের উদ্দেশে রওনা দিতে হবে তাঁকে। ঋত্বিকের সঙ্গেই যেতে হবে ঈশান পোড়েলকে। তাঁকে যোগ দিতে হবে সিনিয়র বাংলা দলে। সে ক্ষেত্রে অনূর্ধ্ব-২৩ দলকে নেতৃত্ব দেবেন অগ্নিভ পান।
দলের সঙ্গে থাকতে না পারায় কি আফসোস হচ্ছে ঋত্বিকের? তাঁর উত্তর, ‘‘আমি তো বাংলার হয়েই খেলতে যাচ্ছি। তাই খারাপ লাগার কিছু নেই। তা ছাড়া ওদেরও অসুবিধা হবে না। অগ্নিভ রয়েছে। ও পুরোটা দেখে নিতে পারবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy