Advertisement
E-Paper

বাতিল, বুড়ো ফুটবলারদের নিশ্চিত আবাসন আইএসএল

ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে শুরু হওয়া টুর্নামেন্ট বরাবরই বুড়ো-অকেজ ফুটবলারদের দিয়ে এসেছে নিশ্চিন্ত ঠিকানা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৭ ২২:৩৩
এরিক পারটালু। ছবি: সংগৃহীত

এরিক পারটালু। ছবি: সংগৃহীত

সারা দেশ জুড়ে হুড়োহুড়ি আইএসএলকে কেন্দ্র করে, ব্র্যান্ডিং থেকে মার্কেটিং সব কিছুই তাক লাগানোর মতো। কিন্তু টুর্নামেন্টের আসল উদ্দেশ্য যেটা, সেটাই পড়ে রয়েছে অন্ধকারে। ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে শুরু হওয়া টুর্নামেন্ট বরাবরই বুড়ো-অকেজ ফুটবলারদের দিয়ে এসেছে নিশ্চিন্ত ঠিকানা।

আরও পড়ুন: আরও একটি ট্রফি ঢুকল লাল-হলুদের ক্লাব তাঁবুতে

বুধবার আরও এক বার সেই ঘটনার উপরই শীলমোহর ফেলল আইএসএলে সদ্য সুযোগ পাওয়া দল বেঙ্গালুরু এফসি। এ দিন বেঙ্গালুরু সই করাল ২০১৩ থেকে অস্ট্রেলিয়ার হয়ে মাত্র দু’টি ম্যাচ খেলা ফুটবলার এরিক পারটালুকে। এরিকের বয়স ৩১ বছর। খেলছেন আল খারাইতিয়াত, তিনজিয়ান টেডা, গ্রিননক মর্টনের মত অনামী ক্লাবে।

' '" ' '

শুধু এরিক নন বহু বুড়ো খেলোয়াড় ভিড় জমিয়েছেন সদ্য তিন পেরনো আইএসএলে। মালুদা, ফোরলান, মেন্ডি সকল নামি কিন্তু বেশি বয়সী ফুটবলাররাই এখন এই টুর্নামেন্টের ভবিষ্যত। এর আগে ডেল পিয়েরো, লুই গর্সিয়া, পোস্তিগাদের মতো ফুটবলাররাও খেলে গিয়েছেন এই হাই প্রোফাইল টুর্নামেন্টে।

অন্য দিকে, বার্সেলোনার প্রাক্তন মিডফিল্ডার খাবি টোরেসকে আসন্ন আইএসএলের জন্য সই করাল এফসি গোয়া।

আগেই ভারতের প্রাক্তন ফুটবলাররা বলেছিলেন আইএসএলের মান কখনওই ভারতীয় ফুটবলকে উন্নতির পথে নিয়ে যেতে পারে না। দেশীয় ফুটবলারদের আড়ালে বিদেশীদের নিয়ে মাতামাতি সব সময়ই উন্নতির পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ফুটবলে। তবে এটা সবার আগে বুঝতে হবে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে।

Erik Paartalu ISL Bengaluru FC এরিক পারটালু বেঙ্গালুরু এফসি আইএসএল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy