Advertisement
০৩ মে ২০২৪

ভুবনেশ্বরের পাঁচে বিপর্যস্ত ওয়েস্ট ইন্ডিজ

একটা গোটা দিন বৃষ্টিতে ভেসে যাওয়া ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টেস্ট ড্রয়ের দিকে যাচ্ছে। এই অবস্থায় চতুর্থ দিন লাঞ্চে গিয়েছিল দুই দল। তখন ওয়েস্ট ইন্ডিজ ১৯৪-৩। কিন্তু লাঞ্চের পর ভুবনেশ্বর কুমারের আগুনে পেসে বিধ্বস্থ হল ক্যারিবিয়ান ব্যাটিং।

ভুবনেশ্বর ভাঙলেন ক্যারিবিয়ান ব্যাটিংকে।-এএফপি

ভুবনেশ্বর ভাঙলেন ক্যারিবিয়ান ব্যাটিংকে।-এএফপি

সেন্ট লুসিয়া শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৬ ০৩:৪৮
Share: Save:

একটা গোটা দিন বৃষ্টিতে ভেসে যাওয়া ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টেস্ট ড্রয়ের দিকে যাচ্ছে। এই অবস্থায় চতুর্থ দিন লাঞ্চে গিয়েছিল দুই দল। তখন ওয়েস্ট ইন্ডিজ ১৯৪-৩। কিন্তু লাঞ্চের পর ভুবনেশ্বর কুমারের আগুনে পেসে বিধ্বস্থ হল ক্যারিবিয়ান ব্যাটিং। ২২৫ রানেই শেষ হয়া তাদের প্রথম ইনিংস। পাঁচ উইকেট নেন ভুবনেশ্বর (৫-৩৩)। শেষ খবর দ্বিতীয় ইনিংসে ভারত ৩১-০।

এ দিন প্রথম সেশনে ডারেন ব্র্যাভোকে (২৯) ফেরান ইশান্ত শর্মা। ব্রেথওয়েট (৬৪) অশ্বিনের ঘূর্ণিতে কট বিহাইন্ড। ব্ল্যাকউড, স্যামুয়েলস ক্রিজে টিকে থাকার লড়াই শুরু করেন। কিন্তু লাঞ্চের পর ভুবনেশ্বরের বলের অতিরিক্ত বাউন্সে বোকা বনে দ্বিতীয় স্লিপে কোহালিকে ক্যাচ দিয়ে ফিরে যান ব্ল্যাকউড (২০)। দু’ওভার পরেই ফের তাঁর শিকার স্যামুয়েলস (৪৮)। আউট সুইঙ্গারে ইনসাইড এজ হয়ে বোল্ড। এই সময় থেকেই ক্যারিবিয়ান শিবিরে থরহরিকম্প শুরু। জামাইকা টেস্টের নায়ক রস্টন চেজ পরের ওভারেই রবীন্দ্র জাডেজার অফস্টাম্পের বাইরের দিকে যাওয়া বলে স্লিপে অজিঙ্ক রাহানের হাতে ক্যাচ তোলেন। এর পর ভুবনেশ্বর ফের আক্রমণ শানান হোল্ডারকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bhuvneshwar Kumar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE