পাকিস্তানে ক্রিকেট মাঠে সন্ত্রাস। শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি মাঠে ক্রিকেট ম্যাচ চলার সময় বিস্ফোরণ ঘটাল সন্ত্রাসবাদীরা। বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের। আহত বহু দর্শক।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলার কৌসর ক্রিকেট মাঠে এই ঘটনা ঘটেছে। বাজাউর জেলার পুলিশ আধিকারিক ওয়াকাস রফিক এই খবর স্বীকার করেছেন সে দেশের সংবাদমাধ্যম ‘ডন’-এর কাছে। তিনি জানিয়েছেন, আইইডি-র মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে। রফিদের দাবি, নির্দিষ্ট লক্ষ্য নিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে।
একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। তবে সেখানে দেখা যাচ্ছে, বিস্ফোরণের পর ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। প্রচুর মানুষ এদিক-ওদিক ছোটাছুটি করছেন প্রাণ বাঁচানোর জন্য।
গত শনিবার সন্ত্রাসবাদীরা বাজাউর জেলার লাঘারি এলাকার একটি থানায় হামলা চালিয়েছিল। সেই ঘটনায় এক পুলিশকর্মী-সহ দু’জন আহত হন। কনস্টেবল মহম্মদ হাবিব এবং স্থানীয় বাসিন্দা নাজিব খানকে খারের হাসপাতালে ভর্তি করা হয়। থানার পাশে থাকা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন:
মাঠে হামলার পর এ বারও নাকি সন্ত্রাসবাদীরা কোয়াডকপ্টারের সাহায্যে একটি থানায় হামলা চালানোর চেষ্টা করেছিল বলে জানিয়েছে পুলিশ। অল্পের জন্য তারা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সরকার সন্ত্রাসবাদীদের নিধন করতে ‘অপারেশন সরবকফ’ শুরু করেছে। তার পাল্টা দিতেই বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে।