Advertisement
১৯ এপ্রিল ২০২৪
South Eastern Railway

পুজোর শহরকে নতুন উপহার দক্ষিণ-পূর্ব রেলের, ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধনে সৌরভ

বিএনআর ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্সে জিমন্যাস্টিক, টেবিল টেনিস, ব্যাডমিন্টন-সব একাধিক খেলার আধুনিক পরিকাঠামো গড়ে তুলেছে দক্ষিণ-পূর্ব রেল। ক্রীড়াবিদরা উপকৃত হবেন বলে আশা কর্তৃপক্ষের।

গার্ডেনরিচে নতুন বিএনআর ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করছেন সৌরভ। রয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অর্চনা যোশী।

গার্ডেনরিচে নতুন বিএনআর ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করছেন সৌরভ। রয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অর্চনা যোশী। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ ২১:২৪
Share: Save:

পুজোর আগেই কলকাতাকে আরও একটি ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্স উপহার দিল দক্ষিণ-পূর্ব রেল। গার্ডেনরিচে নতুন বিএনআর ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন হল সোমবার। প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

আধুনিক বিএনআর ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্সটি তৈরি করা হয়েছে গার্ডেনরিচে দক্ষিণ-পূর্ব রেলের সদর দফতরে। এখানে রয়েছে অত্যাধুনিক জিমনাসিয়াম। রয়েছে টেবিস টেনিস খেলার ব্যবস্থা। তিনটি ব্যাডমিন্টন কোর্ট। রয়েছে জিমন্যাস্টিকের আধুনিক পরিকাঠামো। রাজ্যের ক্রীড়াবিদরা উপকৃত হবেন বলে আশা দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অর্চনা যোশী। এছাড়াও ছিলেন দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা প্রশান্ত মিশ্র, সিএবির সচিব স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় এবং যুগ্ম সচিব দেবব্রত দাস।

দক্ষিণ-পূর্ব রেলের ক্রীড়া বিভাগ বিএনআর কলকাতা ময়দানের পরিচিত নাম। ক্রিকেট, ফুটবল, হকি-সব বিভিন্ন খেলায় তাদের উল্লেখযোগ্য অবদান রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE