Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বিশ্বকাপের পরেও শাস্ত্রীকে চায় বোর্ড

বিশ্বকাপের পরেই রবি শাস্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড। বুধবার সিডনিতে পৌঁছে এই কথা জানিয়ে দিলেন বোর্ডের নবনির্বাচিত সচিব অনুরাগ ঠাকুর। তাঁর বক্তব্য, শাস্ত্রী দায়িত্ব ছেড়ে দিতে চাইলেও তাঁকে বোঝানোর চেষ্টা হবে। এ দিনই বিশ্বকাপ সেমিফাইনাল দেখতে সিডনি পৌঁছন বোর্ড সচিব।

কুন্তল চক্রবর্তী
সিডনি শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৫ ০৫:১১
Share: Save:

বিশ্বকাপের পরেই রবি শাস্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড। বুধবার সিডনিতে পৌঁছে এই কথা জানিয়ে দিলেন বোর্ডের নবনির্বাচিত সচিব অনুরাগ ঠাকুর। তাঁর বক্তব্য, শাস্ত্রী দায়িত্ব ছেড়ে দিতে চাইলেও তাঁকে বোঝানোর চেষ্টা হবে।

এ দিনই বিশ্বকাপ সেমিফাইনাল দেখতে সিডনি পৌঁছন বোর্ড সচিব। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের শহরে পৌঁছে তিনি টিম ডিরেক্টরের প্রশংসা করে বললেন, “খেলোয়াড় জীবনে ম্যাচ উইনার ছিলেন রবি। এই দলের মধ্যেও তাঁর সেই লড়াকু মেজাজটা ঢুকিয়ে দিয়েছেন তিনি।” এর পরেই অনুরাগের মন্তব্য, “রবি শাস্ত্রী নিজেই টিমের সঙ্গে থেকে যেতে চাইলে দারুণ হবে। না থাকতে চাইলেও আমাদের বোঝানোর চেষ্টা তো করতেই হবে। কারণ, আমরা চাই উনি দায়িত্বে থাকুন। তবে কমেন্ট্রিতে রবি অনেক বেশি টাকা পান। এই বিষয়টা নিয়ে আলোচনায় বসতে হবে।”

বিশ্বকাপ জিতলে যে ভারতীয় ক্রিকেটারদের জন্য ‘ইনসেনটিভ’ থাকছে এ কথা জানিয়ে দিয়ে বোর্ড সচিব সেমিফাইনালের আগের দিনই বলে দিলেন, “চ্যাম্পিয়ন হলে তো ওদের পুরস্কার দিতেই হবে। কিন্তু সেটা কী, তা এখনই বলছি না। পরে জানাব।”

এই টুর্নামেন্টই ভারতীয় সাংবাদিককে বিরাট কোহলির গালাগালি করা নিয়ে প্রথমে কড়া প্রতিক্রিয়া দিলেও এখন এই নিয়ে বেশি চর্চা করতে রাজি নন বোর্ড সচিব। এ দিন প্রসঙ্গটা উঠলে বরং তিনি বললেন, “ঘটনাটা অতীত। ভারতীয় দল ও সব এখন ভুলে গিয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE