রিও অলিম্পিক্সের প্রস্তুতি যে ঠিক দিকেই এগোচ্ছে বুঝিয়ে দিলেন উসেইন বোল্ট। বিশ্বরেকর্ড দখলে থাকা অলিম্পিক্স চ্যাম্পিয়ন এ দিন চেক গোল্ডেন স্পাইক ইভেন্টে ১০০ মিটার জেতেন ৯.৯৮ সেকেন্ডে। গত সপ্তাহে কেম্যান মিটে ১০০ মিটার ১০.৫ সেকেন্ডে জেতার পর বোল্ট বলেছিলেন ওস্ত্রাভায় ৯.৮-এ শেষ করলেই খুশি হবেন। সে দিক থেকে অখুশি হওয়ার কারণ নেই হ্যামস্ট্রিংয়ের সমস্যা কাটিয়ে ওঠা জামাইকান স্প্রিন্ট মহাতারকার। অগস্টে রিও যাঁর শেষ অলিম্পিক্স বলে আগেই ঘোষণা করেছেন তিনি।