Advertisement
E-Paper

‘অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ না জিতলে এই কোচ-অধিনায়ককে নিয়ে ভাবতে হবে’

চার টেস্টের সিরিজ এখন ১-১ অবস্থায়। অ্যাডিলেডে প্রথম টেস্টে ৩১ রানে জিতেছিল ভারত। পার্‌থে দ্বিতীয় টেস্টে সদ্য বিশাল ব্যবধানে জিতেছে টিম পেনের দল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ১৭:১৮
দল-নির্বাচনে ভুলের মাসুলই দিতে হচ্ছে বারবার, জানিয়েছেন গাওস্কর।

দল-নির্বাচনে ভুলের মাসুলই দিতে হচ্ছে বারবার, জানিয়েছেন গাওস্কর।

পার্‌থ টেস্টে ১৪৬ রানে পরাজয়ের পরিপ্রেক্ষিতে ভারতের টিম ম্যানেজমেন্টকে একহাত নিলেন সুনীল গাওস্কর। কিংবদন্তি ওপেনার সাফ বলেছেন যে মেলবোর্ন ও সিডনিতে সিরিজের শেষ দুই টেস্ট না জিততে পারলে কোচ রবি শাস্ত্রী, অধিনায়ক বিরাট কোহালি ও সাপোর্ট স্টাফদের নিয়ে ভাবা দরকার।

চার টেস্টের সিরিজ এখন ১-১ অবস্থায়। অ্যাডিলেডে প্রথম টেস্টে ৩১ রানে জিতেছিল ভারত। পার্‌থে দ্বিতীয় টেস্টে সদ্য বিশাল ব্যবধানে জিতেছে টিম পেনের দল। সিরিজের তৃতীয় টেস্ট মেলবোর্নে ২৬ ডিসেম্বর থেকে। সিরিজের চতুর্থ টেস্ট সিডনিতে ৩ জানুয়ারি থেকে।

এক বেসরকারি টিভি চ্যানেলে গাওস্কর সাফ বলেছেন, “ভারত যদি পরের দুই টেস্ট জিততে না পারে তবে নির্বাচকদের ভাবতে হবে এই অধিনায়ক, কোচ ও সাপোর্ট স্টাফকে রেখে সত্যি কোনও লাভ হচ্ছে কিনা।” প্রাক্তন জাতীয় অধিনায়কের এই মন্তব্য ক্রিকেটমহলে শোরগোল ফেলছে। কারণ, গাওস্করের মন্তব্যের একটা আলাদা ওজন সবসময়ই রয়েছে।

আরও পড়ুন: ইশান্ত-জাডেজার মাঠেই কথা কাটাকাটি, প্রবল অস্বস্তিতে ভারতীয় শিবির​

আরও পড়ুন: এ কেমন করমর্দন! পার্‌থ টেস্টের শেষে প্রশ্নের মুখে পেন-কোহালির সৌজন্য বিনিময়​

পার্‌থ টেস্টে ভারতের দল-নির্বাচন নিয়ে স্তম্ভিত গাওস্কর। অস্ট্রেলিয়ার অফস্পিনার নেথান লিয়ন যেখানে আট উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন, সেখানে ভারত কোনও বিশেষজ্ঞ স্পিনার খেলায়নি। গাওস্কর মনে করিয়ে দিয়েছেন যে বছরের গোড়ায় দক্ষিণ আফ্রিকা সফর থেকেই টেস্টে প্রথম এগারো বেছে নিতে ভুল করেছে ভারত। তিনি বলেছেন, “দল নির্বাচনে ভুল করার জন্যই যে টেস্টগুলো জিততে পারতাম, সেগুলো হেরে গিয়েছি।” পার্‌থে চার পেসারে খেলার সিদ্ধান্ত যদিও ভুল বলে মেনে নেননি ভারত অধিনায়ক কোহালি।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

Cricket Cricketer Sunil Gavaskar Virat Kohli India Cricket Test Series Australia Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy