Advertisement
২৫ এপ্রিল ২০২৪
BCCI

অলিম্পিক্সে একসঙ্গে খেলতে পারেন বিরাট কোহলী, হরমনপ্রীত কৌররা

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে যদি ক্রিকেট অন্তর্ভুক্ত হয়, তাহলে পুরুষদের পাশাপাশি খেলবে মহিলা দলও।

বিরাট কোহলী এবং হরমনপ্রীত কৌর।

বিরাট কোহলী এবং হরমনপ্রীত কৌর।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২১ ১৭:৫৩
Share: Save:

ক্রিকেটে আর কোনও বৈষম্য রাখতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে যদি ক্রিকেট অন্তর্ভুক্ত হয়, তাহলে পুরুষদের পাশাপাশি খেলবে মহিলা দলও। শুক্রবার বিসিসিআই-এর অ্যাপেক্স কাউন্সিলে এরকমই ঠিক হয়েছে।

বার্মিংহ্যামে ২০২২ কমনওয়েলথ গেমসে অংশ নিচ্ছে মহিলা ক্রিকেট দল। পাশাপাশি, বছরের শেষে তারা অস্ট্রেলিয়া সফরে যাবে। এরপরেই থাকছে নিউজিল্যান্ড সফর, যা কাজ করবে মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে।

বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, “কমনওয়েলথ গেমসে মহিলাদের অংশগ্রহণ কার্যত নিশ্চিত। অলিম্পিক্সে ক্রিকেট ঢুকলে সেখানেও মহিলাদের অংশ নিতে দেখা যাবে। এটা সর্বসম্মত ভাবে ঠিক হয়েছে।”

গত বছরের মতো এ বার আইপিএল-এর মধ্যেই মহিলাদের তিন দলের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ হবে। তারপরেই দল উড়ে যাবে ইংল্যান্ডের উদ্দেশে। ফেরার পর ওয়েস্ট ইন্ডিজ বা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজ হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BCCI Virat Kohli olympics Harmanpreet Kaur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE