ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে বিরাট কোহালির মিল খুঁজে পেলেন ডোয়েন ব্র্যাভো!
চেন্নাই সুপার কিংসের ক্যারিবিয়ন ক্রিকেটারের মনে হচ্ছে, ক্রিকেটের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হলেন কোহালি। এমনকী ভাই ড্যারেন ব্র্যাভোকেও বিরাটের থেকে ব্যাটিং প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দিয়েছেন ডোয়েন। ব্র্যাভো বলেছেন, ‘‘আমার ভাইকে (ড্যারেন) ব্যাটিং নিয়ে পরামর্শ দেওয়ার কথা বলেছিলাম বিরাটকে। ভাইকেও বিরাটের সঙ্গে যোগাযোগ করতে বলেছি। বিরাটকে দেখলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথা মনে পড়ে। ওর ব্যাটিংকে সম্মান করতেই হয়।’’
আজ আইপিএলে কোহালির মুখোমুখি রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। কোহালির অনুপস্থিতিতে শ্রীলঙ্কায় ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে নিদাহাস ট্রফি জিতেছেন অস্থায়ী অধিনায়ক রোহিত। তাঁর নেতৃত্বের প্রশংসাও করেছেন বিশেষজ্ঞরা। তবে আইপিএলের চলতি মরসুমে প্রথম তিনটি ম্যাচেই হারতে হয়েছে গত বারের চ্যাম্পিয়নদের। ঘরের মাঠে কোহালির দলকে হারিয়েই জয়ের রাস্তায় ফিরতে চাইবেন রোহিতরা। তবে ম্যাচের আগের দিন সাংবাদিকদের থেকেই জয়ের উপায় জিজ্ঞাসা করে বসলেন মুম্বইয়ের কায়রন পোলার্ড। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘গত তিন ম্যাচে আমরা শেষ ওভারে হেরেছি। আপনারাই হারের কারণটা বলে দিন! আপনারা তো বেশ ভালই ক্রিকেট বোঝেন। তা হলে জয়ের উপায়ও আপনারাই বার করে দিন।’’