Advertisement
E-Paper

ব্রেথওয়েটের নতুন চ্যালেঞ্জ উদ্বোধনে নাচবেন ব্র্যাভো

আইপিএল উদ্বোধনের ৪৮ ঘণ্টা আগেও বিতর্ক থামেনি। কিন্তু তা বলে প্রস্তুতি তো আর থামেনি। প্ল্যানিংও চলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ মাতানো চ্যাম্পিয়ন ডান্স আইপিএলেও।

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৬ ০৫:১৯
ব্র্যাভোর গানে ফিগোর নাচ। বুধবার চেন্নাইয়ে এক অনুষ্ঠানে। -পিটিআই

ব্র্যাভোর গানে ফিগোর নাচ। বুধবার চেন্নাইয়ে এক অনুষ্ঠানে। -পিটিআই

‘চ্যাম্পিয়ন ডান্স’

আইপিএল উদ্বোধনের ৪৮ ঘণ্টা আগেও বিতর্ক থামেনি। কিন্তু তা বলে প্রস্তুতি তো আর থামেনি। প্ল্যানিংও চলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ মাতানো চ্যাম্পিয়ন ডান্স আইপিএলেও। আইপিএল নাইনের উদ্বোধনে ডোয়েন ব্র্যাভোকে যা নাচতে দেখা যাবে। যা এ দিন জানান আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল। গুজরাত লায়ন্সের ক্রিকেটার ব্র্যাভোর নাচের পাশাপাশি পপ তারকা ক্রিস ব্রাউনের অনুষ্ঠানও থাকছে। সঙ্গে দু’ঘণ্টার অনুষ্ঠানে বলিউড তারকা ক্যাটরিনা কাইফ, রণবীর সিংহকেও মঞ্চে দেখা যাবে।

নতুন চ্যালেঞ্জ

কার্লোস ব্রেথওয়েট যখন নয়াদিল্লির হোটেলে ঢুকছেন, তখন বোধহয় ভাবতেও পারেননি এমন ভাবে তাঁকে স্বাগত জানানো হবে। গেট থেকে করিডরে সার বেঁধে দাঁড়িয়ে আছেন হোটেলকর্মীরা। নায়ক গেট পেরিয়ে ঢুকতেই ক্যারিবিয়ানদের ‘চ্যাম্পিয়ন্স ডান্স’-এর তালে নাচতে শুরু করে দিলেন সবাই। প্রথমে লাজুক হাসিও ফুটে উঠলেও পরক্ষণেই দিল্লি ডেয়ারডেভিলসের ক্রিকেটার খোশ মেজাজে নিজেও সবার সঙ্গে নাচতে শুরু করে দেন। তাঁর ‘মুভ’ দেখে হোটেলের অতিথিরাও উৎসাহের চোটে কার্লোসের সঙ্গে কোমর দোলাতে শুরু করে দেন। এর পরই কার্লোস ফাঁস করেন তাঁর নতুন চ্যালেঞ্জের কথা। বিখ্যাত ক্যারিবিয়ান পপ তারকা রিহানাকে নিয়ে। ‘‘আমার সঙ্গে রিহানা যদি কখনও নাচতে আসে হাড্ডাহাড্ডি টক্কর হবে। রিহানা পালানোর পথ পাবে না,’’ চ্যালেঞ্জ ছুড়েছেন ব্রেথওয়েট।

ধোনি বনাম রায়না

আট বছর আইপিএলের সবচেয়ে ধারাবাহিক দলে খেলার পর এ বার নতুন ফ্র্যাঞ্চাইজির জার্সিতে মাঠে নামবেন। সঙ্গে অধিনায়কত্বের মুকুটের বড় দায়িত্ব নিয়ে। গুজরাত লায়ন্সের ক্যাপ্টেন সুরেশ রায়নার চ্যালেঞ্জটা সোজা নয়। তবে এত দিন চেন্নাই সুপার কিংগসে খেলার সুবাদে ক্যাপ্টেন মহেন্দ্র সিংহ ধোনিকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা তাঁর প্লাস পয়েন্ট। কিন্তু এমএসডির দলের সঙ্গে যখন টক্কর হবে? তখন কী স্ট্র্যাটেজি হবে রায়নার? রায়না নিজে বলছেন, ‘‘আমরা এর মধ্যেই এ ব্যাপারে সতর্ক হয়ে গিয়ে গিয়েছি। বেফাঁস কোনও মন্তব্য যাতে বেরিয়ে না যায়। তবে আমি যেমন চেষ্টা করে গিয়েছি ওর পেট থেকে পুণের প্রস্তুতি নিয়ে খবর বের করার। এমএসও করেছে। ডিনার টেবল, প্র্যাকটিস, নেট দু’জনেই অনেক বিষয়েই কথা বলেছি। কিন্তু কেউ কিছু ফাঁস করিনি।’’

দ্রাবিড়ীয় দর্শন

রাজস্থান রয়্যালস হোক বা ভারতের অনূর্ধ্ব-১৯ টিম। মেন্টর হোক বা কোচ। তাঁর প্রভাব আলাদা করে চোখে পড়ছে। আইপিএল নাইনে দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টরের দায়িত্বেও তাঁর—রাহুল দ্রাবিড়ের দর্শন আলাদা। ‘‘আমি কখনই একজন ক্রিকেটারের নিলামে দাম দেখে তার গুরুত্ব বিচার করিনি। প্রচুর টাকায় এক জন বিক্রি হল মানেই ফ্র্যাঞ্চাইজির কাছে তার দাম অনেক এমন নয়।’’ তা হলে কার্লোস ব্রেথওয়েটকে কি তিনি গুরুত্ব দিচ্ছেন না? যাঁকে দিল্লি এ বার ৪.২ কোটি টাকায় কিনেছে? ‘দ্য ওয়াল’ বলেন, ‘‘অনেক হিসেব-নিকেশই চলে নিলামে। যাকে চাইছি সব কিছু মাথায় রেখে তাকে কেনাটাই আসল কথা। তবে এ রকম অনেক সময়ই হয়েছে আমি নিলামে একটা লিস্ট নিয়ে ঢুকছি। কিন্তু নিলাম শেষ হওয়ার পর তার ধারে কাছেও যেতে পারিনি।’’

সহবাগ-আক্ষেপ

কিংগস ইলেভেন পঞ্জাবের নতুন অধিনায়ক ডেভিড মিলার প্রথম ক্যাপ্টেনের দায়িত্বে এলেও বোঝার উপায় নেই। আত্মবিশ্বাস দেখে। দলের উপর অগাধ আস্থা দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যানের। তবু একটা আক্ষেপ থেকেই যাচ্ছে পঞ্জাবের কোচ সঞ্জয় বাঙ্গারের। বীরেন্দ্র সহবাগকে নিয়ে। প্রাক্তন মারকাটারি ব্যাটসম্যান গত বছর অবসর নিয়ে ফেলেছেন। এ বার তিনি তাই ওপেনারের দায়িত্বে নেই। ‘‘বীরুর কোনও পরিবর্ত হয় না। তবে এ বার ওর জায়গায় মনন ভোরা, মুরলী বিজয়, শন মার্শকে খেলানোর সুযোগ আছে।’’ অবশ্য এ বার পঞ্জাব মেন্টর হিসেবে সহবাগকে পাচ্ছে। মেন্টর সহবাগের ভোকাল টনিকে এ বার মিলাররা কতটা তেতে ওঠেন সেটাই দেখার।

মালিঙ্গাকে নিয়ে প্রশ্ন

আইপিএলের প্রথম ম্যাচে লাসিথ মালিঙ্গাকে হয়তো পাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাদের আইপিএল অভিযান শুরু হচ্ছে শনিবার রাইজিং পুণে সুপারজায়ান্টসের বিরুদ্ধে। তবে এখনও দলের অন্যতম সফল বোলারের ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। প্রায় পুরো দলই মুম্বইয়ে প্রস্তুতিতে যোগ দিলেও মালিঙ্গাকে টুর্নামেন্টে কবে থেকে পাওয়া যাবে, তা নিশ্চিত নয়। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীনই হাঁটুর চোট না সারায় শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দেন মালিঙ্গা। বিশ্বকাপও খেলেননি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy