চেতেশ্বর পুজারার রান করার গতি নিয়ে ক্ষুব্ধ কিংবদন্তি ব্রায়ান লারা। তিনি মনে করেন, অতিরিক্ত মন্থর গতিতে ব্যাটিং করেন ভারতের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান।
ক্যারিবিয়ান কিংবদন্তি প্রশ্ন তুলেছেন, তিন নম্বরে ব্যাট করতে এসে এত বল নষ্ট করলে বাকিরাও কি চাপে পড়ে যান না? তা ছাড়া অতিরিক্ত বল খেলে রান কম করলে বোলারও আউট করার অনেক বেশি সুযোগ পান। অনেক সময়ই তাই সেঞ্চুরির কাছে গিয়েও সফল হতে পারেন না পুজারা।
ইংল্যান্ডের মাটিতে শেষ দু’টি টেস্টে পুজারার রান করার গতি নিয়ে চর্চা অব্যাহত গণমাধ্যমে। অনেকের মত, তাঁর পরিবর্তে খেলানো হোক সূর্যকুমার যাদবকে।