ছাত্রজীবন সেরা সময়, বললেন রবি
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর
বেসরকারি ম্যানেজমেন্ট কলেজের অনুষ্ঠানে রবি শাস্ত্রী। —নিজস্ব চিত্র।
আড়াই দশক আগে খেলতে এসেছিলেন। এ বার এলেন এক বেসরকারি কলেজের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডার’ হয়ে। ভারতের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার রবি শাস্ত্রীকে ঘিরে মঙ্গলবার রীতিমতো উচ্ছ্বাস দেখা গেল দুর্গাপুরের আড়রা মোড়ের ওই কলেজে। ১৯৮৯ সালে দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল গাভাসকার একাদশ বনাম কপিল একাদশের প্রীতি ম্যাচ। জহরলাল নেহরু শতবার্ষিকী উপলক্ষে ম্যাচটি আয়োজনে মুখ্য ভূমিকা নিয়েছিলেন পুরসভার বর্তমান মেয়র পারিষদ (জল সরবরাহ) প্রমোদ দাশগুপ্ত। সেই ম্যাচে গাভাসকার একাদশের হয়ে খেলেছিলেন রবি। আয়োজক কমিটিতে ছিলেন দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তাপস সরকার। তিনি জানান, বেঙ্গসরকার ছাড়া ভারতীয় দলের সব প্লেয়ার এসেছিলেন। রবি ছাড়া গাভাসকারের দলে ছিলেন গুড্ডাপ্পা বিশ্বনাথ, সন্দীপ পাতিল, আজহারউদ্দিনরা। কপিল দেব একাদশের হয়ে নেমেছিলেন মদনলাল, অরুণলাল, কীর্তি আজাদ প্রমুখ। এ ছাড়াও এসেছিলেন চেতন শর্মা, কারসন ঘাউড়ি, সৈয়দ কিরমানি, অজয় শর্মা। তার পরে মঙ্গলবার ফের দুর্গাপুরে পা দিলেন রবি শাস্ত্রী। রবি এ দিন দুর্গাপুর, আসানসোল ও বর্ধমানের মোট ১৯টি স্কুলের মেধাবী পড়ুয়াদের সংবর্ধিত করলেন। তার পর মাতলেন পড়ুয়াদের সঙ্গে প্রশ্নোত্তরে। পরামর্শ দিলেন, চাপ না নিয়ে জীবন উপভোগের। জানালেন, তাঁর ‘আইডল’ ছিলেন গুড্ডাপ্পা বিশ্বনাথ। আরও জানালেন, ছাত্রজীবন সেরা সময়। এখনও ‘মিস’ করেন। পড়ুয়াদের বললেন, “উপভোগ করো। জীবনের সবথেকে ভাল সময়ের মধ্য দিয়ে যাচ্ছ তোমরা।”
শ্রীনির বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ মুম্বইয়ে
নিজস্ব প্রতিবেদন
সুপ্রিম কোর্টে স্পট ফিক্সিং মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় শ্রীনিবাসনের চাপমুক্তি এখনও ঘটেনি। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে বম্বে হাইকোর্টে তাঁর বিরুদ্ধে আনা জনস্বার্থ মামলা খারিজ হয়ে যাওয়ায় হয়তো কিছুটা চাপমুক্ত হবেন শ্রীনি। এক দিকে তিনি বোর্ড প্রেসিডেন্ট ও আর একদিকে তিনি চেন্নাই সুপার কিংসের মালিক এই স্বার্থ সংঘাতের অভিযোগে সেপ্টেম্বরে এই জনস্বার্থ মামলা ঠুকেছিলেন বিহার ক্রিকেট সংস্থার সচিব আদিত্য বর্মা। বম্বে হাইকোর্টে বিচারপতি মোহতা ও বিচারপতি জামদারের এজলাসে মঙ্গলবার খারিজ হয়ে গেল এই মামলা। আগের দিন সুপ্রিম কোর্টে এই মামলার উপর স্থগিতাদেশ দেওয়ার আর্জি খারিজ হয়ে যাওয়ায় কিছুটা ধাক্কা খেয়েছিল বোর্ড। কিন্তু মঙ্গলবারের এই সিদ্ধান্তে ফের পিছিয়ে পড়লেন শ্রীনি বিরোধীরা। রাতে আদিত্য বর্মাকে ফোনে ধরা হলে তিনি হতাশার সুরে বললেন, “কোর্টের অর্ডার পরশু হাতে পাওয়ার পরই সরকারি ভাবে জানতে পারব ব্যাপারটা। তার পর মন্তব্য করব।”
পর্দায় জার্মানির বিশ্বকাপ জয়
সংবাদ সংস্থা • বার্লিন
ক্রিস্টোফ ক্রেমার আর অপেক্ষা করতে পারছেন না। ব্রাজিল বিশ্বকাপজয়ী জার্মানির ডিফেন্ডারের প্রায় চার মাস আগের ফাইনালটা ভাল মনে নেই। ম্যাচেই মাথায় আঘাত লাগায় চোটের শুশ্রূষা নিয়েই ব্যস্ত থাকতে হয়েছিল। সেই আক্ষেপ অবশেষে মেটানোর সুযোগ এল ক্রেমারের। চতুর্থ বিশ্বকাপ জয়ের জার্মান আধিপত্য পর্দায় উঠে আসায়। যার প্রিমিয়ারে বার্লিনের একটি প্রেক্ষাগৃহে হাজির ছিলেন জার্মান প্লেয়ার, কোচিং স্টাফ আর সমর্থকরা। “পর্দায় দেখার পর আবার মনে হবে সাফল্য পাওয়া যায় শুধু দলগত প্রয়াসেই,” রেড কার্পেটে জার্মান কোচ জোয়াকিম লো যেন চলচ্চিত্রটির নামের (দ্য টিম) ব্যাখাই দিয়ে দিলেন। চার মাস আগে যে মন্ত্রে তাঁর টিম ফুটবলের বিশ্বযুদ্ধ জিতেছিল। হাড়কাঁপানো ঠান্ডার মধ্যেও প্রিয় নায়কদের দেখতে সমর্থকদের ভিড়ও কম ছিল না। জার্মান ফুটবলাররা প্রিমিয়ারে হাজির হন কালো স্যুটে। তবে ফাইনালের একমাত্র গোলদাতা মারিও গোয়েটজেকে দেখে সমর্থকরা উত্সাহে প্রায় ফেটে পড়েন।অনুষ্ঠান শুরুর আগে আবার ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার ব্রাজিল বিশ্বকাপ নিয়ে বলে দেন, “প্রচুর নেতিবাচক কথা বলা সত্ত্বেও অন্যতম সেরা বিশ্বকাপ সংগঠিত করেছে ব্রাজিল।
রাজস্থানের ৩৫
বিজয় হাজারে ট্রফিতে রেলওয়েজের বিরুদ্ধে রাজস্থান ৩৫ রানে অলআউট হয়ে গেল। ‘লিস্ট এ’ ম্যাচে যেটা ভারতে দ্বিতীয় ন্যূনতম। ২০০০-এ মুম্বইয়ের বিরুদ্ধে সৌরাষ্ট্রের ৩৪ অলআউটের পরেই। এ দিন নাগপুরে রেলের দুই পেসার অনুরীত সিংহ ও অমিত শর্মা পাঁচটা করে উইকেট নিয়ে বছর দুই আগের রঞ্জি চ্যাম্পিয়ন রাজস্থানের ইনিংস ১৫.৩ ওভারে মুড়িয়ে দেন। তাদের প্রথম চার ব্যাটসম্যান শূন্য করেন। বোর্ডে এক রান উঠতেই চার উইকেট চলে যায়। সব মিলিয়ে ইনিংসে পাঁচটা শূন্য। এক জনমাত্র দুই অঙ্কে পৌঁছন। রেলওয়েজ ৫.৩ ওভারে ৩৯-১ করে ন’উইকেটে জেতে। বাংলা ছেড়ে রেলে যোগ দেওয়া অনুষ্টুপ মজুমদার ১৫ নটআউট থাকেন। অফস্পিনার অর্ণব নন্দী বোলিংয়ের সুযোগ পাননি। ললিত মোদী ইস্যুতে বোর্ডের আরসিএ-কে সাসপেন্ড করা নিয়ে আইনি জটিলতার মধ্যে রাজস্থানের এটাই মরসুমের প্রথম ম্যাচ। তাদের সংস্থার মতোই টিমেরও করুণ অবস্থা!
বিজয়ের জন্য লি
বিজয় অমৃতরাজের উদ্যোগে চলতি মাসে ভারতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স লিগ টেনিসে (সিটিএল) আকস্মিক লিয়েন্ডার পেজ ঢুকে পড়লেন। এই টিম টেনিসের সবচেয়ে নামী তারকা, বিশ্বের দশ নম্বর ডেভিড ফেরার চোটের জন্য সরে দাঁড়ানোর চব্বিশ ঘণ্টার মধ্যে তাঁর পরিবর্তে পঞ্জাব টিমে লিয়েন্ডার খেলতে রাজি হয়েছেন। সোমদেব দেববর্মনের সঙ্গে ডাবলস এবং গার্বিন মুগুরুজার সঙ্গে মিক্সড ডাবলস খেলবেন লিয়েন্ডার।
বিশ্বসেরা নির্বাসিত
ডোপ বিরোধী নিয়ম ভাঙার অভিযোগে ব্যাডমিন্টনে বিশ্বের এক নম্বর মালয়েশিয়ার লি চং উই-এর সাসপেনশন অবশেষে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা (বিডব্লিউএফ) সরকারি ভাবে স্বীকার করে নিল। গত অগস্টে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ডোপ পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার পর থেকে লি-কে নিয়ে নানা জল্পনা চলছিল। ভারতে পেশাদার ব্যাডমিন্টন লিগে মুম্বই টিমের প্লেয়ার লি-কে অনির্দিষ্ট কালের জন্য সমস্ত টুর্নামেন্টে অংশ নেওয়া থেকে বিরত রেখেছে বিডব্লিউএফ। যত দিন না তাঁর ব্যাপারে গড়া প্যানেল চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছচ্ছে যে, লি সত্যিই ডোপ বিরোধী নিয়ম লঙ্ঘন করেছেন কি না!
গুরুর চোখ
প্রবল অভ্যর্থনার ভেতর ভারতীয় হকি দল দিল্লি এসে পৌঁছলেও, সর্দার সিংহদের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-১ সিরিজ জয়ে ভেসে যেতে নারাজ রোলান্ট অল্টমান্স। ভারতীয় হকির এই জার্মান হাই পারফরম্যান্স ডিরেক্টর বলেছেন, এশিয়াড সোনা আর অস্ট্রেলিয়া সফরে সিরিজ জয় অবশ্যই ভারতীয় হকির জন্য খুব ইতিবাচক ব্যাপার। কিন্তু হকিতে ভারতের সুদিন সত্যিই ফিরছে, প্রকৃত উন্নতি ঘটছে সেটা বোঝা যাবে ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অস্ট্রেলিয়াকে ফের হারায়। ডিসেম্বরে ভুবনেশ্বরে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ অবশ্য অল্টমান্সের দেশ জার্মানির বিরুদ্ধে!
নাদাল চিকিত্সাধীন
অ্যাপেনডিক্স অস্ত্রোপচার থেকে সেরে উঠতে না উঠতে রাফায়েল নাদালের নতুন চিকিত্সা শুরু হতে চলেছে। এ বার তাঁর পিঠের বহু পুুরনো চোট পুরোপুরি সারাতে নাদালের মেরুদণ্ডে কৃত্রিম পেশিতন্তু প্রতিস্থাপন করা হবে। আগামী সপ্তাহে বার্সেলোনায়। ইতিমধ্যেই নাদাল এ বছরের বাকি মরসুমের জন্য কোর্টের বাইরে চলে গিয়েছেন। লন্ডনে চলতি ওয়ার্ল্ড ফাইনালসেও নেই। নতুন প্রশ্ন, পরের জানুয়ারিতে অস্ট্রেলীয় ওপেনও নাদাল খেলতে পারবেন কি না!