কোহলি বনাম আল আমিন
মীরপুরের উইকেট থেকে সাহায্য পাচ্ছে পেসাররা। রবিবারও উইকেটে ঘাস থাকবে ধরে নিয়ে বলছি, বল মুভ করলে অনবরত অফ স্টাম্পের একটু বাইরে ফোর্থ স্টাম্পে ব্যাটসম্যানের পায়ের সামনে বল রাখার চেষ্টা নিশ্চয়ই করবে আল আমিন। যাতে ব্যাটসম্যান ড্রাইভ করে। প্রথম উইকেট তাড়াতাড়ি পড়ে গেলে আল আমিনকে খেলতে হবে কোহলির। বা শুরুতে এক ওভার করিয়ে মাশরাফি ওকে কোহলির জন্য রেখে দিতে পারে। শুরু থেকেই চালিয়ে খেলতে গেলে মুভিং বলে এজ হয়ে যেতে পারে। অযথা ঝুঁকি নিয়ে শট না নেওয়াই ভাল। আমার ধারণা, প্রথম দশটা বল কোহলি দেখে খেলবে। তার পর চালাতে শুরু করবে।
আল আমিন ম্যাচ ৪ উইকেট ১০ ইকনমি ৭.৪২।