ইনদওরে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত শুধু বড় জয়ই পায়নি, পেয়েছে দু’জন পেস বোলারকেও। তাঁদের এক জন, নবদীপ সাইনির আগুনে গতির সামনে অসহায় দেখিয়েছে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের। দেড়শো কিলোমিটার গতির উপরেও বল করেছেন তিনি। ইয়র্কারে ছিটকে দিয়েছেন স্টাম্প। অন্য জন, শার্দূল ঠাকুর নিখুঁত নিয়ন্ত্রণে চাপ বাড়িয়ে গিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের উপরে।
ম্যাচের পরে ভারতের নতুন দুই অস্ত্রকে দেখা গেল ‘চহাল টিভি’-তে। যুজবেন্দ্র চহালের সঙ্গে। যেখানে সাইনির উদ্দেশে চহাল বলেন, ‘‘আমাদের দলে এক জন ইয়র্কার বিশেষজ্ঞ আছে। যশপ্রীত বুমরা। যাকে বলা হয়, ইয়র্কারের রাজা। তুমিও দারুণ ইয়র্কার দিয়েছ। তা হলে তোমাকে কি বলব? ইয়র্কারের রানি?’’ যা শুনে হাসতে হাসতে সাইনি বলেন, ‘‘ইয়র্কারটা নিখুঁত করার জন্য আমি খুব পরিশ্রম করছি। বুমরার যে ক’টা সাক্ষাৎকার আমি শুনেছি, তাতে দেখলাম ও অনুশীলনের কথা খুব বলছে। আমিও সেই মতো অনুশীলনে নিজেকে নিখুঁত করার চেষ্টা করছি।’’ সাইনি এও জানিয়েছেন, আগে তিনি শুধু গতির উপরে জোর িদতেন। কিন্তু বুমরাদের দেখে বুঝেছেন, বৈচিত্রও আনতে হবে হাতে।
দীপক চাহার চোট না পেলে আবার খেলাই হত না শার্দূলের। পাওয়া সুযোগ দারুণ ভাবে কাজে লাগিয়েছেন এই পেসার। মঙ্গলবার ইনদওরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিন উইকেট পেয়েছেন তিনি। তার পরে শার্দূলের উপলব্ধি, টি-টোয়েন্টি ক্রিকেটে এখন তিনি অনেক পরিণত