প্রাপ্য বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে আবেদন করলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। ইনডোর পরিকাঠামো উন্নতির জন্য ইনফ্রাস্ট্রাকচার সাবসিডি স্কিমের আওতায় এই টাকা চেয়েছেন তিনি।
সোমবারই অসুস্থ বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে হাসপাতালে দেখা করে ফেরার পথে ইডেনে গার্ডেন্স ঘুরে দেখতে গিয়েছিলেন বোর্ড সচিব জয় শাহ এবং কোষাধ্যক্ষ অরুণ ধুমল। তাঁদের গোটা ইনডোর পরিকাঠামো ঘুরিয়ে দেখানোর পাশাপাশি অভিষেক জানান, পরিকাঠামো আরও উন্নত করার জন্য টাকা দরকার। তখনই সিএবি-র বকেয়া টাকা মেটানোর অনুরোধ করেন তিনি।
জয় এবং ধুমল ইনডোর ঘোরার পাশাপাশি গিয়েছিলেন সিএবি-র জিমেও। যে ভাবে গোটা ব্যাপারটি সাজিয়ে তোলা হয়েছে, তা দেখে দু’জনেই খুশি।