Advertisement
২৬ এপ্রিল ২০২৪
সিএবি

বোর্ডের কাছে বকেয়া টাকা চাইল সিএবি, লক্ষ্য ইনডোরের পরিকাঠামো উন্নতি

সোমবারই ইডেনে গার্ডেন্স ঘুরে দেখতে গিয়েছিলেন বোর্ড সচিব জয় শাহ এবং কোষাধ্যক্ষ অরুণ ধুমল।

জয় শাহ এবং অরুণ ধুমলের সঙ্গে অভিষেক ডালমিয়া। ছবি টুইটার

জয় শাহ এবং অরুণ ধুমলের সঙ্গে অভিষেক ডালমিয়া। ছবি টুইটার

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২১ ১৮:৪১
Share: Save:

প্রাপ্য বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে আবেদন করলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। ইনডোর পরিকাঠামো উন্নতির জন্য ইনফ্রাস্ট্রাকচার সাবসিডি স্কিমের আওতায় এই টাকা চেয়েছেন তিনি।

সোমবারই অসুস্থ বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে হাসপাতালে দেখা করে ফেরার পথে ইডেনে গার্ডেন্স ঘুরে দেখতে গিয়েছিলেন বোর্ড সচিব জয় শাহ এবং কোষাধ্যক্ষ অরুণ ধুমল। তাঁদের গোটা ইনডোর পরিকাঠামো ঘুরিয়ে দেখানোর পাশাপাশি অভিষেক জানান, পরিকাঠামো আরও উন্নত করার জন্য টাকা দরকার। তখনই সিএবি-র বকেয়া টাকা মেটানোর অনুরোধ করেন তিনি।

জয় এবং ধুমল ইনডোর ঘোরার পাশাপাশি গিয়েছিলেন সিএবি-র জিমেও। যে ভাবে গোটা ব্যাপারটি সাজিয়ে তোলা হয়েছে, তা দেখে দু’জনেই খুশি।

আরও খবর: আজ একদিনের ক্রিকেটের ৫০ বছর, তখনকার বিনোদন এখন লড়াই

আরও খবর: বাকি দুটো টেস্টে মল্লযুদ্ধ হবে, বলছেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার

অসুস্থ হয়ে পড়ার আগে গত সপ্তাহে বোর্ড সভাপতি সৌরভও এসেছিলেন ইডেনে। আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রস্তুতির ব্যাপারে অভিষেকের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও হয় তাঁর। বাংলার কোচ অরুণ লালের থেকে দলের সম্পর্কে জেনে নেন সৌরভ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CAB Avishek Dalmiya Jay Shah Arun dhumal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE