Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ভারতের সব ম্যাচ দিল্লিতে চায় কেন্দ্র

অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপের জন্য ভারতের সব গ্রুপ লিগ ম্যাচই হতে পারে নয়াদিল্লিতে। বিশ্বস্ত সূত্রের খবর, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক থেকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে সে রকমই বার্তা এসেছে যে, ভারতের গ্রুপ লিগের সব ম্যাচই যেন রাজধানীতে ফেলা হয়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৭ ০৩:৫১
Share: Save:

অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপের জন্য ভারতের সব গ্রুপ লিগ ম্যাচই হতে পারে নয়াদিল্লিতে। বিশ্বস্ত সূত্রের খবর, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক থেকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে সে রকমই বার্তা এসেছে যে, ভারতের গ্রুপ লিগের সব ম্যাচই যেন রাজধানীতে ফেলা হয়।

সাধারণত, বিশ্ব মানের ফুটবল টুর্নামেন্টে ড্রয়ের মাধ্যমে ঠিক হয় কোথায়, কবে, কোন ম্যাচ হবে। অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপের বাকি সব ম্যাচের ক্ষেত্রেই সেই নিয়ম মানা হচ্ছে। অন্যান্য কেন্দ্রগুলি কী কী ম্যাচ পাবে সেগুলি ড্রয়ের মাধ্যমেই ঠিক হওয়ার কথা। কিন্তু ভারতের ম্যাচগুলি রাজধানীতে করার বার্তা পাঠানো হয়েছে সরকারের তরফে। যদিও প্রশ্ন থেকেই যাচ্ছে, দিল্লিতে স্টেডিয়াম ভর্তি করার মতো আগ্রহ থাকবে কি না। ফুটবলের বড় শহর হিসেবে দিল্লি কতটা পরিচিত, সেই কথা তুলেছেন কেউ কেউ। তবে প্রশ্ন থাকলেও সরকারের বার্তা আসায় ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল পটেলও মেনে নিচ্ছেন বলে খবর।

৫ অক্টোবর দিল্লিতে হবে অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে ধ্যানচাঁদ ন্যাশানল স্টেডিয়ামে। উদ্বোধনকে যথেষ্ট জাঁকজমকপূর্ণ করার কথাই ভাবা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও উপস্থিত থাকার কথা। পরের দিন, অর্থাৎ ৬ অক্টোবর থেকে বিশ্বকাপের খেলা শুরু হবে। তবে ম্যাচগুলি হবে নেহরু স্টেডিয়ামে।

আরও পড়ুন: সঞ্জয়ের চিন্তা আত্মতুষ্টি

বিশ্বকাপের ছ’টি কেন্দ্র পরিদর্শনের পর র‌্যাঙ্কিংও করে দিয়েছে ফিফা প্রতিনিধি দল। এক নম্বর স্থান পেয়েছে যুবভারতী স্টেডিয়ামে। মার্কস দেওয়া হয়েছে প্রত্যেকটি স্টে়ডিয়ামকে। যুবভারতীয় পেয়েছে সত্তর শতাংশ নম্বর। দ্বিতীয় স্থানে রয়েছে নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়াম। তবে ধোঁয়াশা কাটেনি কোচিকে নিয়ে। তাদের ভবিষ্যৎ কী দাঁড়াবে, সেটাই এখন সবচেয়ে বেশি করে আলোচনায়। এখন জরুরিকালীন ভিত্তিতে কোচির মাঠকে তৈরি করে তুলতে হচ্ছে। তাতেও কাজ সম্পূর্ণ করে ওঠা যায় কি না, সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

U-17 World Cup Football India Delhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE