Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Ferencvárosi TC

বার্সার পাঁচ গোল, হার এমবাপেদের

এ দিকে আজ, বুধবার শাখতার দনেস্কের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে খেলতে নামার আগে চাপে রিয়াল মাদ্রিদ। দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার সের্খিয়ো র‌্যামোস হাঁটুর চোটে কাবু।

ছবি: এএফপি।

ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২০ ০৪:২৩
Share: Save:

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার ঘরের মাঠে বার্সেলোনা ৫-১ গোলে হারিয়েছে ফেরেন্সভারোসকে। ২৭ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন লিয়োনেল মেসি। এ ছাড়া গোল করেছেন আনসু ফাতি, ফিলিপে কুতিনহো, গঞ্জালেস ও উসমানে দেম্বেলে। ফেরেন্সভারেসের গোলদাতা খারাতিন। অন্য ম্যাচে ঘরের মাঠে পিএসজি ১-২ গোলে হারল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে। ম্যান ইউয়ের গোলদাতা ব্রুনো ফের্নান্দেস ও মার্কাস র‌্যাশফোর্ড। আত্মঘাতি গোল করেন অ্যান্থনি মার্শিয়াল। পাশাপাশি ঘরের মাঠে চেলসি গোলশূন্য ড্র করেছে সেভিয়ার বিরুদ্ধে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিভৃতবাসে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার তাঁর অভাব বুঝতে দিলেন না স্পেনীয় তারকা আলভারো মোরাতা। তাঁর জোড়া গোলে ডায়নামো কিয়েভকে ২-০ হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করল জুভেন্টাস। ৪৬ এবং ৮৪ মিনিটে গোল করেন তিনি। ম্যাচের পরে মোরাতা বলেন, “জুভেন্টাসের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ খেলার অন্য একটা আনন্দ রয়েছে। এই ছন্দ ধরে রাখতে চাই।”

এ দিকে আজ, বুধবার শাখতার দনেস্কের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে খেলতে নামার আগে চাপে রিয়াল মাদ্রিদ। দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার সের্খিয়ো র‌্যামোস হাঁটুর চোটে কাবু। তাঁর খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জ়িদান বলেছেন, “আমরা খুব বেশি ঝুঁকি নিতে চাই না। বুধবার সকালে ওর চোটের অবস্থা বুঝেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে।” ঘরের মাঠে পোর্তোর বিরুদ্ধে খেলতে নামার আগে ম্যান সিটি ম্যানেজার পেপ গুয়ার্দিওলা মেনে নিলেন, চ্যাম্পিয়ন্স লিগ না জেতার ব্যর্থতা এবার কাটিয়ে উঠতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Ferencvárosi TC Barcelona Messi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE