যেন প্রিয়জনকে হারিয়েছেন! চেষ্টা করেও যন্ত্রণা আড়াল করতে পারছিলেন না লিয়োনেল মেসি। বায়ার্ন মিউনিখের কাছে লজ্জার হারের পরে মাঠেই মুখ দু’হাতে ঢেকে রেখেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। ড্রেসিংরুমের একটি ছবিও খুব ঘুরছে। শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন মেসি। বিহ্বল। পাশে গোলরক্ষক মার্ক-আন্দ্রে তার স্তেগান।
আবার লিসবনে এমন লজ্জাজনক হারের পরে ক্ষিপ্ত সমর্থকদের ধিক্কার হজম করেই টিমবাসে হোটেলে ফিরলেন জেরার পিকেরা। কার্যত সবাইকে লক্ষ্য করে ছুড়ে দেওয়া হল অস্বস্তিকর সব কথাবার্তা। লুইস সুয়ারেসদের ‘নির্লজ্জ’ বলেও কটাক্ষ করা হল। মেসিকে দেখা গেল, একটা হাত উপরে তুলে বাস থেকে নামতে। যেন সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন। এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হল, বার্সা ম্যানেজার কিকে সেতিয়েনকে ঘিরে! স্পেনীয় সংবাদমাধ্যমের খবর, তাঁকে সরিয়েও দেওয়া হয়েছে। ক্লাব প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ জানিয়েছেন, অনেক রদবদল হতে চলেছে। তবে তাঁর বিরুদ্ধেও নানা ক্ষোভ রয়েছে।
বার্সেলোনা ডিফেন্ডার জেরার পিকে-কে বলেছেন, ‘‘অনেক দিন থেকেই আমরা ঠিক পথে এগোচ্ছি না। পরিবর্তনের সময় এসেছে। এখানে এখন কোচ আর ফুটবলারেরা আলাদা রাস্তায় হাঁটছে! কে বলবে, একটা সময় ইউরোপীয় স্তরে বহুদিন আমরা দাপট দেখিয়েছি। আজ ভয়ঙ্কর খারাপ খেলল দল। তবু বলব এই হার বড় শিক্ষা দিল।’’ যোগ করলেন, ‘‘ক্লাবে সবার আগে দরকার পরিবর্তন। ফুটবলার বা কোচের কথা বলছি না। বলছি পরিকাঠামোর কথা। দলে নতুন রক্তের দরকার। তেমন হলে বার্সার ভাল জন্য নিজেই সবার আগে সরে যাব।’’ পিকে বহু বছর ক্যাম্প ন্যু-তে খেলছেন। কিন্তু মাত্র এক মরসুম বার্সায় আসা ফ্রেঙ্কি দে জংও ডাক দিলেন পরিবর্তনের।