ম্যাগনাস কার্লসেনকে রুখে দিলেন পি হরিকৃষ্ণ। চ্যাম্পিয়ন চেস ট্যুরের চতুর্থ রাউন্ডে বিশ্বচ্যাম্পিয়ন এবং বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনের সঙ্গে ড্র করলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার হরিকৃষ্ণ।
২৪ চালের পর খেলা ড্র হয়ে যায়। শনিবার প্রথম দিন দুজনেই তাঁদের প্রথম চারটি ম্যাচ ড্র করেন। পঞ্চম রাউন্ডে হরিকৃষ্ণকে খেলতে হবে আলেকজান্ডার গ্রিসচুক, হিকারু নাকামুরা, ইয়ান নেপোমনিয়াতচি, লেভ অ্যারনিয়ান, ওয়েসলি সো, তিমোর রাদিয়াবভের সঙ্গে।
চার রাউন্ডের পর শীর্ষে আছেন নাকামুরা, অ্যারনিয়ান, দুবভ, রাদিয়াবভ। চারজনেরই পয়েন্ট ২.৫।