দাবা বিশ্বকাপ চ্যাম্পিয়ন দিব্যা দেশমুখ দেশে ফিরলেন বুধবার। নাগপুর বিমানবন্দরে ভারতের প্রথম মহিলা বিশ্বকাপজয়ীকে নিয়ে প্রবল উন্মাদনা ছিল। যা দেখে আপ্লুত হয়ে পড়েন ১৯ বছর বয়সি নতুন গ্র্যান্ডমাস্টার দিব্যা।
সোমবার জর্জিয়ায় ফাইনালে দিব্যা হারান অভিজ্ঞ কনেরু হাম্পিকে। দেশে ফেরার পরে দিব্যা বলেছেন, ‘‘এত মানুষ অভিনন্দন জানাতে এসেছেন, দেখে খুব আনন্দ হচ্ছে। প্রাপ্য স্বীকৃতি পাচ্ছে দাবা।’’ কাকে সাফল্যের কৃতিত্ব দেবেন? ‘‘বাবা-মা, দিদি, আমার প্রথম কোচ রাহুল জোশী স্যর। উনি সবসময় চাইতেন আমি যেন গ্র্যান্ডমাস্টার হই। এই জয় তাঁর জন্য,’’ বলেন দিব্যা। ৪০ বছর বয়সে ২০২০ সালে মারা যান রাহুল জোশী। আপাতত কয়েক দিন বিশ্রাম নিয়ে সেপ্টেম্বরে গ্র্যান্ড সুইস প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেবেন দিব্যা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)