Advertisement
E-Paper

অবসর পিছিয়েও দিতে পারেন গেল

গেল তাঁর ১৬২ রানের ইনিংসে ছক্কাই মেরেছেন ১৪টি। এটা ওয়ান ডে-তে তাঁর দ্বিতীয় সর্বোচ্চ রান। সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি। তিন ইনিংসে রান ৩৪৭। গড় ১১৫.৬৬। স্ট্রাইক রেট ১২০.০৬। বুধবার গেলের ওয়ান ডে-তে ১০ হাজার রানও হয়ে গেল। যে কৃতিত্ব ক্যারিবিয়ান ক্রিকেটারদের মধ্যে একমাত্র ছিল ব্রায়ান লারার। 

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৯ ০৪:০৩
মেজাজে: আগ্রাসী সেঞ্চুরির পরে উৎসব গেলের। বুধবার।—ছবি পিটিআই।

মেজাজে: আগ্রাসী সেঞ্চুরির পরে উৎসব গেলের। বুধবার।—ছবি পিটিআই।

ক্রিস গেল আগেই বলে রেখেছিলেন বিশ্বকাপের পরে ওয়ান ডে থেকে অবসর নেবেন। কিন্তু বুধবার গ্রেনাডায় ইংল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলে নিজেই দোনামনায় পড়ে গেলেন।

গেল তাঁর ১৬২ রানের ইনিংসে ছক্কাই মেরেছেন ১৪টি। এটা ওয়ান ডে-তে তাঁর দ্বিতীয় সর্বোচ্চ রান। সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি। তিন ইনিংসে রান ৩৪৭। গড় ১১৫.৬৬। স্ট্রাইক রেট ১২০.০৬। বুধবার গেলের ওয়ান ডে-তে ১০ হাজার রানও হয়ে গেল। যে কৃতিত্ব ক্যারিবিয়ান ক্রিকেটারদের মধ্যে একমাত্র ছিল ব্রায়ান লারার।

স্বভাবতই প্রশ্ন উঠল, এমন অবিশ্বাস্য ফর্মে থেকেও কি ১০ দিন আগে নেওয়া অবসরের সিদ্ধান্ত তিনি পুনর্বিবেচনা করবেন না? এবং ঘটনা হচ্ছে গেল স্বয়ং সেই ইঙ্গিতই দিলেন। ‘‘মনে হয় আমার ব্যাটিংয়ে বিনোদনের এমন মশলা অতীতে খুব কম ম্যাচে ছিল। ক্রিকেট সত্যিই অসাধারণ একটা খেলা। আসলে হালফিলে প্রচুর টি-টোয়েন্টি খেলছিলাম। তাই আবার ওয়ান ডে-তে ফিরে আসা কঠিন। হতে পারে আস্তে আস্তে ওয়ান ডে-র সঙ্গে আমার শরীর মানিয়ে নিতে পারবে। তবে তার জন্য আরও শরীরের চর্চা করতে হবে। হতে পারে আপনারা আরও কিছুদিন ক্রিস গেলকে দেখতে পাবেন। আসলে পরিস্থিতি দ্রুত বদলায়। আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে আমার শারীরিক সক্ষমতার উন্নতিই হবে। দেখা যাক...।’’ গেলের এই মন্তব্যেই স্পষ্ট অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার ব্যাপারটা তাঁর মাথায় এসেছে। এবং ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের সাফল্য সত্যিই তাঁকে দোনামনায় ফেলে দিয়েছে।

দশ হাজার রানের মাইল-ফলক অতিক্রম করা নিয়ে গেলের মন্তব্য, ‘‘দশ হাজার করে ফেলাটা অসাধারণ অনুভূতি। টি-টোয়েন্টিতে কিন্তু আগেই সেটা করে ফেলেছি। আমার নিজের কাছে এটা দারুণ ব্যাপার। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটের পক্ষেও।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘মনে রাখবেন আমার বয়স প্রায় চল্লিশ। তাই আমি কি সত্যিই অবসরের সিদ্ধান্ত ফিরিয়ে নিতে পারি? দেখা যাক। মাথা ঠান্ডা করে, সময় নিয়ে না হয় এটা নিয়ে আরও ভাবব।’’

গ্রেনাডায় গেল অসাধারণ খেলেছেন বললেও কমিয়ে বলা হবে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ হেরেছে। এটাই মেনে নিতে পারছেন না গেল। বলেছেন, ‘‘এ বার আমাদের কিন্তু আর একটু চালাক-চতুর হতে হবে। আমরা তো নতুন বলটাই ঠিক মতো ব্যবহার করতে পারিনি। সেটা পারলে হয়তো ওয়েস্ট ইন্ডিজকে বেশি হলে ৩৮০ রান তাড়া করতে হত। জানি আমার মতোই দলের সবাই হতাশ। সেটা ওদের মুখ দেখেই বুঝেছি। তবে দলে কম বয়সিরা এখন অনেক কিছু শিখছে। হয়তো এটাও বুঝছে, একটু অন্য ভাবে খেলতে পারলে আমরা এই ম্যাচটা জিততেও পারতাম। আশা করছি আগামী দিনে একই পরিস্থিতিতে ছবিটা পাল্টে যাবে।’’

গ্রেনাডার এই ম্যাচে প্রচুর রেকর্ডও হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে গেল ওয়ান ডে-তে তাঁর পঁচিশ নম্বর সেঞ্চুরি করেছেন। ৩৯ বছরের ক্যারিবিয়ান তারকা তিন অঙ্কে পৌঁছন মাত্র ৫৫ বলে। আন্তর্জাতিক ক্রিকেটে তিনিই একমাত্র ক্রিকেটার যিনি মোট পাঁচশো ছক্কা মারলেন।

Cricket West Indies England Chris Gayle ICC Cricket World Cup 2019
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy