Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Chris Gayle

১৬২ করে গেইল বললেন, অবসরের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবছি

কিছুদিন আগেই ইংল্যান্ড এবং ওয়েলসে হতে চলা বিশ্বকাপের পর ৫০ ওভারের ফরম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন ক্রিস গেল। কিন্তু ১৪টা ছয় ও ১১টা চারে সাজানো ইনিংস ১৬২ রানের ইনিংস কেরিয়ার লম্বা করার ব্যাপারে ভরসা দিচ্ছে তাঁকে।

একদিনের ক্রিকেটে ১০ হাজার রানে পৌঁছনোর পর ক্রিস গেল। ছবি: এপি।

একদিনের ক্রিকেটে ১০ হাজার রানে পৌঁছনোর পর ক্রিস গেল। ছবি: এপি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:১৭
Share: Save:

তিন ইনিংসে ‘মাত্র’ ৩৪৭। গড় ১১৫.৬৬। স্ট্রাইক রেট ১২০.০৬। এর মধ্যে রয়েছে জোড়া সেঞ্চুরি। যার দ্বিতীয়টি এসেছে বুধবার। আর এই দুরন্ত ধারাবাহিকতাই অবসরের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবাচ্ছে ক্রিস গেলকে।

ক্যারিবিয়ান কিংবদন্তি সেন্ট জর্জেস পার্কে ৯৭ বলে ১৬২ রানের বিধ্বংসী ইনিংসের পর তেমনই ইঙ্গিত দিয়েছেন। কিছুদিন আগেই ইংল্যান্ড এবং ওয়েলসে হতে চলা বিশ্বকাপের পর ৫০ ওভারের ফরম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু ১৪টা ছয় ও ১১টা চারে সাজানো ইনিংস কেরিয়ার লম্বা করার ব্যাপারে ভরসা দিচ্ছে তাঁকে।

ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি ওপেনার বলেছেন, “আমি প্রচুর টি২০ খেলছিলাম। তাই ৫০ ওভারের ক্রিকেটে ফিরে আসা সহজ ছিল না। তবে শরীর ক্রমশ ধাতস্থ হয়ে উঠল। শরীরের ব্যাপারটা ঠিক কী? আমার বয়স প্রায় ৪০। তবে কি অবসর না নিলেও চলে? দেখা যাক। ক্রমশ ব্যাপারটা নিয়ে ভাবব।” অর্থাৎ, একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার ইঙ্গিতই দিয়েছেন তিনি। তবে সেই সিদ্ধান্তের ক্ষেত্রে বড় ভূমিকা নেবে তাঁর ফিটনেস।

আইপিএল নিয়ে এগুলো জানেন?

আরও পড়ুন: কঠিন সময়ে রাহুল দ্রাবিড়ের পরামর্শে উপকৃত হয়েছি, বললেন লোকেশ রাহুল

আরও পড়ুন: ১৫ সিরিজে ছিলেন অপরাজিত, ঘরের মাঠে এটাই বিরাটের প্রথম সিরিজ হার

ইংল্যান্ডের বিরুদ্ধে বুধবারের ম্যাচেই ওয়ানডে ফরম্যাটে ১০ হাজার রান পূর্ণ করেছেন গেল। এর আগে ক্যারিবিয়ান ক্রিকেটারদের মধ্যে শুধু ব্রায়ান লারাই এই ঘরানায় ১০ হাজার রান করেছিলেন। সার্বিক ভাবে গেল ১৪তম ব্যাটসম্যান হিসেবে একদিনের ক্রিকেটে ১০ হাজার ক্লাবের সদস্য হলেন। যদিও গেলের এই ইনিংসও জেতাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজকে। ৪১৯ রানের জয়ের লক্ষ্য তাড়া করে গেলরা থামেন ২৮৯ রানে। চতুর্থ ওয়ানডে ২৯ রানে জেতে ইংল্যান্ড। এবং পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে যায় তারা।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE