Advertisement
E-Paper

ফিরেই সেঞ্চুরি গেলের

শুধু গেলই নয়, ছক্কার রেকর্ড করল ওয়েস্ট ইন্ডিজও। ৫০ ওভারে আট উইকেটে ৩৬০ রান তোলার পথে ২৩টি ছক্কা মারে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ান ডে ক্রিকেটে যা কোনও দলের পক্ষে সর্বোচ্চ ছক্কা মারার নজির। গেল করলেন ১২৯ বলে ১৩৫ রান। মেরেছেন তিনটে চার ও ১২টি ছয়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:২৭
বিধ্বংসী: ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরির পথে  ক্রিস গেল। গেটি ইমেজেস

বিধ্বংসী: ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরির পথে ক্রিস গেল। গেটি ইমেজেস

দিন কয়েক আগে তিনি ঘোষণা করেছিলেন, বিশ্বকাপের পরেই ওয়ান ডে থেকে অবসর নেবেন। সঙ্গে মনে করিয়ে দিয়েছিলেন, ‘‘আমিই ইউনিভার্স বস।’’ বুধবার ব্রিজটাউনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে-তে সেই ‘ইউনিভার্স বস’ ফিরলেন ছক্কার ডালি নিয়ে। করলেন সব ধরনের ক্রিকেটে সর্বাধিক ছয় মারার রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল শাহিদ আফ্রিদির (৪৭৬)। এ দিন ২৪তম ওয়ান ডে সেঞ্চুরি করার পথে সেই রেকর্ড ভেঙে দিলেন গেল (৪৮৮)।

শুধু গেলই নয়, ছক্কার রেকর্ড করল ওয়েস্ট ইন্ডিজও। ৫০ ওভারে আট উইকেটে ৩৬০ রান তোলার পথে ২৩টি ছক্কা মারে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ান ডে ক্রিকেটে যা কোনও দলের পক্ষে সর্বোচ্চ ছক্কা মারার নজির। গেল করলেন ১২৯ বলে ১৩৫ রান। মেরেছেন তিনটে চার ও ১২টি ছয়। যার মধ্যে আছে ১২১ মিটার লম্বা একটি ছয়ও। মইন আলির দশম ওভারে ২৭ রান নেন তিনি। যার মধ্যে রয়েছে চারটি ছক্কা।

ভয়ঙ্কর গেলের সামনে অসহায় দেখিয়েছে ইংল্যান্ড বোলারদের। না পেসার, না স্পিনার— কেউই দাগ কাটতে পারেননি। শেই হোপের সঙ্গে জুটি বেঁধে একশো রানের ওপর তোলেন গেল। এই জুটিই ভাল জায়গায় পৌঁছনোর মঞ্চ গড়ে দেয় ক্যারিবিয়ানদের জন্য। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের রান এগারো ওভারে ৯১-১।

Cricket ODI Chris Gayle England West Indies
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy