Advertisement
০২ জুন ২০২৪

বিশ্ব নাগরিক সচিন

কখনও স্কুল পড়ুয়াদের মাঝে তাদের টিমের হয়ে চুটিয়ে ক্রিকেট খেললেন ব্রিটিশ পপ তারকা ক্রিস মার্টিনের সঙ্গে। কখনও সময় কাটালেন নিজের ‘পুরনো বন্ধু’র সঙ্গে কোল্ড প্লে-র কনসার্ট শুরুর আগে। উপলক্ষ্য একটাই— গ্লোবাল সিটিজেন ইন্ডিয়ার উৎসব।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৬ ০৩:০৮
Share: Save:

কখনও স্কুল পড়ুয়াদের মাঝে তাদের টিমের হয়ে চুটিয়ে ক্রিকেট খেললেন ব্রিটিশ পপ তারকা ক্রিস মার্টিনের সঙ্গে। কখনও সময় কাটালেন নিজের ‘পুরনো বন্ধু’র সঙ্গে কোল্ড প্লে-র কনসার্ট শুরুর আগে। উপলক্ষ্য একটাই— গ্লোবাল সিটিজেন ইন্ডিয়ার উৎসব। তিনি, সচিন তেন্ডুলকর যে উৎসব নিজে চুটিয়ে উপভোগ করছেন। এ দিন পরপর টুইটে উপচেও পড়েছে সচিনের সেই ভাললাগা। প্রথমে মার্টিনের সঙ্গে ক্রিকেট খেলার ছবি-সহ লেখেন, ‘‘ক্রিসকে বাচ্চাদের টিমের হয়ে ব্যাট করিয়ে দারুণ মজা হল। আমিও ওর গিটার নিয়ে টুংটাং করার চেষ্টা করলাম।’’ পরের ছবিটায় সচিনের পাশে লিয়েন্ডার পেজ। সচিন লেখেন, ‘‘স্টেজের পিছনে হঠাৎ দেখা পুরনো বন্ধুর সঙ্গে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sachin tendulkar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE