জুভেন্তাসের জার্সি পরে প্রথম গোল করতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৮ মিনিট লাগল। কিন্তু তাঁকে ঘিরে উত্তাল জনতাকে সামলাতে হিমশিম খেল পুলিশ। মাঝে মাঝেই দর্শকেরা মাঠে ডুকে পড়লেন রোনাল্ডোর সঙ্গে ছবি তুলতে। শেষ দিকে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ল যে ২০ মিনিটেই আগেই খেলা বন্ধ করে দিতে হল। তখন নিজেদেরই ‘বি’ দলের বিরুদ্ধে ৫-০ জিতছে জুভেন্তাস। রোনাল্ডো ছাড়া জোড়া গোল করলেন পাওলো দিবালা। রবিবারের ম্যাচটা খেলা হল ভিলার পেরোসায়। এখানেই থাকে ক্লাবের মালিক অ্যাগনেলি পরিবার।