Advertisement
২০ এপ্রিল ২০২৪

টিম ধোনি ঢোকার আগে ক্লার্করাই চূর্ণ

নিজেদের দেশে ধোনির ভারতের মুখোমুখি হওয়ার ঠিক এক মাস আগে টেস্ট সিরিজে বিরাট ধাক্কা খেল অস্ট্রেলিয়া। পাকিস্তানের কাছে এ দিন আবুধাবিতে দ্বিতীয় টেস্টে ৩৫৬ রানে হেরে মাইকেল ক্লার্কের দল দু’টেস্ট সিরিজ খোয়াল ০-২। অজি অধিনায়ক স্বীকার করে নিয়েছেন, “গত বছর ভারত সফরে ০-৪ টেস্ট সিরিজ হার থেকে আমরা কোনও শিক্ষা নিতে পারিনি।”

সংবাদ সংস্থা
আবুধাবি শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৪ ০১:৩৯
Share: Save:

নিজেদের দেশে ধোনির ভারতের মুখোমুখি হওয়ার ঠিক এক মাস আগে টেস্ট সিরিজে বিরাট ধাক্কা খেল অস্ট্রেলিয়া। পাকিস্তানের কাছে এ দিন আবুধাবিতে দ্বিতীয় টেস্টে ৩৫৬ রানে হেরে মাইকেল ক্লার্কের দল দু’টেস্ট সিরিজ খোয়াল ০-২। অজি অধিনায়ক স্বীকার করে নিয়েছেন, “গত বছর ভারত সফরে ০-৪ টেস্ট সিরিজ হার থেকে আমরা কোনও শিক্ষা নিতে পারিনি।”

এশিয়ার মাঠে অস্ট্রেলিয়ার এটা টানা ষষ্ঠ টেস্ট হার। গত দশ বছরে তারা এশীয় পিচে শুধু বাংলাদেশকে টেস্টে হারাতে পেরেছে। অন্য দিকে, পাকিস্তান ২০ বছর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতল একগাদা নজির গড়ে। তাদের টেস্ট ইতিহাসে এ দিনেরটা রানের বিচারে বৃহত্তম জয়। অস্ট্রেলীয়দের আবার এটা ৩৪ বছরে বৃহত্তম পরাজয়। আর দু’টেস্ট সিরিজে তাদের টেস্ট ইতিহাসেই বৃহত্তম হার।

ভারতের বিরুদ্ধে হোম সিরিজে অস্ট্রেলিয়া যা-ই উইকেট রাখুক না কেন, পাক ব্যাটসম্যানদের কাছে কিন্তু নিরপেক্ষ মাঠে জনসন-স্টার্ক-সিডল-লিয়ঁরা বেধড়ক ঠ্যাঙানি খেয়ে দেশে ফিরছেন। এই সিরিজে দু’টেস্টে পাক ব্যাটে ৯টা সেঞ্চুরি এসেছে। ম্যান অব দ্য সিরিজ ইউনিস খান সেঞ্চুরির হ্যাটট্রিক করেছেন। মিসবা-উল-হক টেস্টে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড ছুঁয়েছেন। সিরিজে অস্ট্রেলিয়ার ব্যাটিং আর বোলিং গড়ের পার্থক্য (-৫৪.৫) তাদের টেস্টের ইতিহাসে কুত্‌সিততম। দলীয় ব্যাটিং গড় ২৫.৬৫ আর বোলিং গড় ৮০.১৫। যা সব মিলিয়ে ক্লার্কদের একরাশ দুশ্চিন্তা বাড়াতেই পারে গুরুত্বপূর্ণ ভারত সিরিজের আগে।

সিরিজ বাঁচাতে ৬০৩ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস এ দিন পাক বাঁ-হাতি স্পিনার জুলফিকর বাবরের (৫-১২০) সামনে ২৪৬ রানেই গুটিয়ে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE