বিতর্কিত মন্তব্যের জেরে এ বার না মাঠের বাইরে থাকতে হয় হার্দিক পাণ্ড্য-কে এল রাহুলকে। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, দু’টো ওয়ান ডে ম্যাচের জন্য নির্বাসনে পাঠানো হতে পারে এই দুই ক্রিকেটারকে। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচের দু’টোতেই খেলা হবে না এই দুই ক্রিকেটারের।
ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকা কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের (সিওএ) প্রধান বিনোদ রাই বৃহস্পতিবার সংবাদ সংস্থাকে বলেন, ‘‘হার্দিকের জবাবে আমি আদৌ সন্তুষ্ট নই। আমি চাই, এই দুই ক্রিকেটারের দু’ম্যাচ নির্বাসন হোক। আমি সেই সুপারিশও করেছি। এখন ডায়ানা ওর মতামত জানাক।’’ দুই সদস্যের সিওএ-তে রাই ছাড়াও রয়েছেন প্রাক্তন মহিলা ভারতীয় ক্রিকেটার ডায়ানা এডুলজি। তিনি এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের আইনি দফতরের পরামর্শ চেয়েছেন।
একটি টিভি শোয়ে গিয়ে বিতর্কিত মন্তব্য করে ঝামেলায় জড়িয়েছেন হার্দিক। যেখানে হাজির ছিলেন রাহুলও। হার্দিক ওই শোয়ে মেয়েদের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি নিয়ে নানা কথা বলেছিলেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্কের সৃষ্টি হয়। হার্দিক পরে ক্ষমাও চেয়ে নেন টুইটারে। কিন্তু তার পরেও বোর্ড এই দুই ক্রিকেটারকে শো-কজ করে। যে শো-কজের জবাবে ফের ক্ষমা চেয়ে ভুল স্বীকার করেন হার্দিক। রাহুলের কাছ থেকে অবশ্য এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।