কার্লোস বাক্কা ও হামেস রডরিগেজের গোলে কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালিস্ট কলোম্বিয়া। প্যারাগুয়েকে হারিয়ে দিল ১-২ গোলে। ম্যাচ শুরুর ১২ মিনিটের মধ্যেই গোল করে কলোম্বিয়াকে এগিয়ে দিয়েছিলেন বাক্কা। যদিও গোলের পিছনে বড় ভূমিকা ছিল অধিনায়ক রডরিগেজের। ৩০ মিনিটেই ২-০ করেন রডরিগেজ। জোড়া গোল হজমের পর থেকেই চাপ বাড়াতে শুরু করে প্যারাগুয়ে। যার ফলে পর পর ৩৪ ও ৩৬ মিনিটে প্রায় গোল করেই ফেলেছিল। অপ সাইডের জন্য বাতিল হয়ে যায় গোল। তার পরের মুহূর্তেই সহজ সুযোগ নষ্ট। এর পর মিসের তালিকায় অবশ্য নামি লিখিয়ে ফেলে কলোম্বিয়াও। যেটা অবশ্য তাদের জয়ের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি।
গোলে শট নিচ্ছেন ইউনাইটেড স্টেটসের গ্রাহাম জুসি।
প্রথমার্ধ শেষ হয় ২-০ গোলে। ওস্পিনার দুরন্ত গোলকিপিংকেও রাখতে হবে সেই তালিকায়। একাধিক নিশ্চিত গোল আটকে যায় তাঁর হাতে। ৭০ মিনিটে অফ সাইডের জন্য বাতিল হয় কলোম্বিয়ার গোল। ঠিক তার পরের মিনিটেই প্যারাগুয়ের হয়ে ব্যবধান কমান ভিক্টর হুগো। এর মধ্যেই জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন প্যারাগুয়ের অস্কার ডেভিড। পরের মুহূর্তেই কলোম্বিয়ার শট ক্রসপিসে লেগে বাইরে যায়। না হলে ব্যবধান বাড়তে পারত।
অন্য ম্যাচে কোস্টা রিকাকে ০-৪ গোলে হারিয়ে দিল ইউনাইটেড স্টেট। পুরো ম্যাচে মাথা তুলেই দাঁড়াতে পারেনি কোস্টা রিকা। ম্যাচ শুরুর ন’মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ডেম্পসে। ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান জেরেমি জোনস। ৪২ মিনিটে ৩-০ করেন ববি উড। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শেষে ইউনাইটেড স্টেটের হয়ে ৪-০ করেন গ্রাহাম জুসি।
আরও খবর
কোপায় জাতীয় সঙ্গীত বিভ্রাট
ছবি: এএফসি ও ইউএসএ টুডে স্পোর্টস