বার্মিংহামের কুস্তির রিংয়ের ভারতের সোনার অভিযান অব্যাহত। কমনওয়েলথ গেমসের কুস্তি থেকে শনিবার জোড়া সোনার পদক এল ভারতের ঝুলিতে। কুস্তিগির রবিকুমার দাহিয়া ৫৭ কেজি বিভাগে সোনা জিতলেন। মহিলাদের ৫৩ কেজি বিভাগে সোনা জিতলেন বিনেশ ফোগাট। কুস্তি ছাড়াও বক্সিং থেকেও এল পদক। দক্ষিণ আফ্রিকাকে ৩-২ ব্যবধানে হারিয়ে পুরুষদের হকির ফাইনালে উঠল ভারত।
অনায়াসে সোনা জিতলেন রবিকুমার। ফাইনালে নাইজেরিয়ার ইবাইকেওনিমো ওয়েলসনকে টেকনিক্যাল সুপেরিয়রিটিতে ১০-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন। ফাইনালে রবিকুমারের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি নাইজেরীয় কুস্তিগির। কুস্তির রিং থেকে রবিকুমার চতুর্থ এবং কমনওয়েলথ গেমস থেকে দশম সোনা জিতলেন ভারতের হয়ে। টোকিয়ো অলিম্পিক্সে রুপো জয়ের পর বার্মিংহামে সোনা জিতলেন তিনি।
এ দিন ভারতকে দ্বিতীয় সোনার পদক দিলেন মহিলা কুস্তিগির বিনেশ। ৫৭ কেজি বিভাগের ফাইনালে শ্রীলঙ্কার চমোদা কেশানিকে ১২-২ পয়েন্টের ব্যবধানে হারিয়ে সোনা জিতলেন। তাঁর বিরুদ্ধে কার্যত লড়াই করতেই পারলেন না শ্রীলঙ্কার প্রতিযোগী। এই নিয়ে টানা তিনটি কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন বিনেশ। তাঁর হাত ধরে ভারতের ঝুলিতে এল বার্মিংহাম গেমসের ১১তম সোনার পদক।