বধূ নির্যাতনের অভিযোগে ভারতীয় পেসার মহম্মদ শামির বিরুদ্ধে শর্তসাপেক্ষে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন আলিপুর আদালতের অতিরিক্ত বিচার বিভাগীয় বিচারক সুব্রত মুখোপাধ্যায়।
গত বৃহস্পতিবার শামি-পত্নী হাসিন জাহানের আইনজীবী অর্নিবাণ গুহ ঠাকুরতা আদালতের কাছে শামির গ্রেফতারি পরোয়ানা অথবা সমন জারি করার আবেদন করেন। তাঁর দাবি, বিচার প্রক্রিয়া চলাকালীন শামি কোনও দিনই হাজির হননি। সোমবার সেই আবেদনের প্রেক্ষিতেই শর্তসাপেক্ষে শামির গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছেন শামি। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জামাইকায় অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে সোমবারেও বল হাতে দেখা গিয়েছে তাঁকে। আদালত সূত্রে জানা গিয়েছে, তিনি দেশে ফেরার ১৫ দিনের মধ্যেই তাঁকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিচারক। সঙ্গে তাঁর দাদা হাসিব আহমেদের বিরুদ্ধেও জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। শামি যদি দেশে ফেরার ১৫ দিনের মধ্যে আদালতে হাজির না হন, তখন জারি হবে এই গ্রেফতারি পরোয়ানা।