অস্ট্রেলিয়ায় ভারতের প্রথম টি-টোয়েন্টি ২১ নভেম্বর। আর ব্রিসবেনে এই ম্যাচে রোহিত শর্মার খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। কারণ তিনি নিউজিল্যান্ডে যাচ্ছেন ভারত এ দলের সদস্য হিসেবে। সেখানে এই প্রস্তুতি ম্যাচকে দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতির অঙ্গ হিসেবে।
নিউজিল্যান্ডে অজিঙ্ক রাহানের নেতৃত্বে ভারত এ দল প্রথম বেসরকারি টেস্ট খেলবে ১৬ নভেম্বর থেকে। চার দিনের ম্যাচ চলবে ১৯ তারিখ পর্যন্ত। খেলা হবে নিউজিল্যান্ডের মাউন্ট মাউনগানুইয়ে। যেখান থেকে ব্রিসবেনের দূরত্ব ২,৪৩৬ কিমি!
যদি সবচেয়ে দ্রুততার সঙ্গেও রোহিতকে উড়িয়ে আনা হয়, তাহলেও সওয়া সাত ঘণ্টার উড়ান লাগবে।চারদিনের ম্যাচ শেষ করে মাউন্ট মাউনগানুই থেকে ১৯ তারিখ রাতে বা ২০ তারিখ সকালে বেরিয়ে প্রায় আড়াই হাজার কিমি পথ পাড়ি দিয়ে ব্রিসবেন পৌঁছে পরদিনই টি-টোয়েন্টিতে নেমে পড়া খুব কঠিন বলেই মনে করছে ক্রিকেটমহল। কারণ, চার দিনের ম্যাচের ক্লান্তি ছাড়াও থাকবে এত ঘণ্টা বিমানযাত্রার ধকল।