Advertisement
০৬ মে ২০২৪

আইপিএল টিকিট নিয়ে বিতর্ক তুঙ্গে

সাংবাদিকদের সামনে তাঁদের বক্তব্য রাখার মধ্যেই হঠাৎ দেখা যায়, আমন্ত্রণ ছাড়া কয়েক জনে সেখানে ঢুকে পড়েছেন। পিছনের সারিতে বসে তাঁরা স্লোগান দিতে থাকেন ‘সৌরভ গঙ্গোপাধ্যায় জিন্দাবাদ’।

প্রতিদিনই এমন লাইন সামলাতে হচ্ছে পুলিশকে।

প্রতিদিনই এমন লাইন সামলাতে হচ্ছে পুলিশকে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ মে ২০১৮ ০৩:০৫
Share: Save:

আইপিএলে টিকিট বণ্টন নিয়ে বিতর্ক আরও চরমে উঠল শনিবার। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের তাঁবুতে ময়দানের একটি অখ্যাত সংস্থার পক্ষ থেকে এ নিয়ে বক্তব্য রাখতে এসেছিলেন কয়েক জনে।

সাংবাদিকদের সামনে তাঁদের বক্তব্য রাখার মধ্যেই হঠাৎ দেখা যায়, আমন্ত্রণ ছাড়া কয়েক জনে সেখানে ঢুকে পড়েছেন। পিছনের সারিতে বসে তাঁরা স্লোগান দিতে থাকেন ‘সৌরভ গঙ্গোপাধ্যায় জিন্দাবাদ’। উপস্থিত সাংবাদিকেরা তাঁদের পরিচয় জানতে চাইলেও স্লোগান থামেনি।

এর পর দেখা যায় সিএবি থেকেও কয়েক জন কর্তা চলে এসেছেন সাং‌বাদিকদের তাঁবুতে। তাঁদের মধ্যে রাজ্য ক্রীড়া সংস্থার বর্তমান চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) এবং এক প্রাক্তন সহ-সচিবও ছিলেন। তাঁরা এসে টিকিট বণ্টনে কোনও অসঙ্গতি নেই বলে পাল্টা দাবি করতে থাকেন।

এ বারের আইপিএলের টিকিট বিতরণ নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। মহমেডান তাঁবুতে গিয়ে অনেক দর্শক টিকিট কিনতে না পেরে পুলিশের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ করেছেন। সিএবি-তে নিয়মবিরুদ্ধ ভাবে সংস্থার বাইরের এক ব্যক্তিকে বিশেষ ভিআইপি কার্ড দেওয়া নিয়ে তুলকালাম হয়েছে।

মনে করা হচ্ছে, শনিবারের ঘটনার পিছনেও রয়েছে সিএবি-তে বিবদমান দু’পক্ষের রেষারেষি। অনুমান যে, বর্তমানে ক্ষমতাসীন সৌরভ গোষ্ঠীর বিরোধীরা এই সাংবাদিক সম্মেলন ডাকতে এসেছিলেন। সেটা বুঝেই সাংবাদিকদের তাঁবুতে হাজির হন ওই কর্তারা। যদিও এ ভাবে কোনও রাজ্য সংস্থার কর্তাদের সাংবাদিক সম্মেলনে আমন্ত্রিত না থেকেও হাজির হওয়ার ঘটনা নজিরবিহীন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL ticket Controversy Cricket IPL 11 IPL 2018
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE