করোনাভাইরাসের সংক্রমণে লকডাউন চলছে বিভিন্ন দেশে। শুটিং-সহ খেলাধূলার বিভিন্ন প্রতিযোগিতা বাতিল হয়েছে। এই অবস্থায় বিশ্বের প্রথম সারির কয়েকজন শুটার ১৫ এপ্রিল তাঁদের ঘরেই শুটিং রেঞ্জ বানিয়ে নামতে চলেছেন অভিনব আন্তর্জাতিক অনলাইন চ্যাম্পিয়নশিপে। যা এর আগে কখনও হয়নি। যেখানে ইন্টারনেট সংযোগ থাকা মোবাইল ফোনের সামনে একটি বৈদ্যুতিন নিশানা বানিয়ে অনলাইন শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন প্রায় ৫০ জন শুটার।
ভারত থেকে এই অভিনব শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার কথা মনু ভাকের, সঞ্জীব রাজপুত, দিব্যাংশ সিংহ পানোয়ারদের। এ ছাড়াও, আর্ন্তজাতিক তারকা শুটারদের মধ্যে রয়েছেন, ২০১৯ সালে দিল্লিতে অনুষ্ঠিত শুটিং বিশ্বকাপে জোড়া সোনা জয়ী হাঙ্গেরির ভেরোনিকা মেজর, স্পেনের নিকোলাস ফ্রাগা কোরেদোরিয়া, স্কটল্যান্ডের এমিলা ফকনার, লুসি ইভান্সরা।
অভিনব এই শুটিং চ্যাম্পিয়নশিপের আয়োজক ভারতের প্রাক্তন শুটার শিমন শরিফ। ধারাভাষ্যের দায়িত্বে অলিম্পিয়ান জয়দীপ র্কমকার। বিচারকরাও থাকবেন, যাঁরা এই প্রতিযোগিতার সময়ে বাড়ির কম্পিউটার থেকে নম্বর দেবেন প্রতিযোগীদের।