Advertisement
E-Paper

বাড়িতে থাকতে পরামর্শ মেসির, সচেতনতা বাড়াতে টুইট রোনাল্ডোর

বিশ্ব জুড়ে করোনাভাইরাসের অতিমারী সম্পর্কে মেসির প্রতিক্রিয়া, ‘‘আমাদের প্রত্যেকের জন্যই এই সময়টা বেশ কঠিন।’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২০ ০৬:১১
 মানবিক: চিকিৎসকদের ধন্যবাদ দিয়েছেন রোনাল্ডো-মেসি। ফাইল চিত্র

মানবিক: চিকিৎসকদের ধন্যবাদ দিয়েছেন রোনাল্ডো-মেসি। ফাইল চিত্র

মারণ করোনাভাইরাস সংক্রমণ থেকে বিশ্ববাসীকে সচেতন করতে আসরে নামলেন লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একই সঙ্গে তাঁরা ধন্যবাদ দিয়েছেন সারা বিশ্বের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও।

বিশ্ব জুড়ে করোনাভাইরাসের অতিমারী সম্পর্কে মেসির প্রতিক্রিয়া, ‘‘আমাদের প্রত্যেকের জন্যই এই সময়টা বেশ কঠিন।’’ নিজের দুই ছেলের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে মেসি আরও লিখেছেন, ‘‘বিশ্ব জুড়ে এই মুহূর্তে করোনাভাইরাসের সংক্রমণের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা উদ্বেগজনক। অনেকেই তাঁর নিজের বা বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। সেই অসহায় মানুষগুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।’’

এই মুহূর্তে বার্সেলোনার অনুশীলন ও ম্যাচ স্থগিত রয়েছে। ফলে পরিবারের সঙ্গে স্পেনের বাড়িতেই সময় কাটাচ্ছেন মেসি। আর রোনাল্ডো স্বেচ্ছাবন্দি রয়েছেন পর্তুগালে তাঁর শহর মাদেইরাতে। তবে তাঁর শরীরে কোনও রোগলক্ষণ প্রকাশ পায়নি বলে জানিয়েছেন চিকিৎসকেরা। রবিবার স্পেনীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, করোনাভাইরাসে সংক্রমিতদের চিকিৎসার জন্য পর্তুগালে তাঁর হোটেলগুলিকে হাসপাতালে রূপান্তরিত করতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেখানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের যাবতীয় খরচ বহন করবেন তিনি। রোনাল্ডোর ক্লাব জুভেন্টাসের ওয়েবসাইটও এই খবর দেয়। যদিও পর্তুগালের এক সাংবাদিক পরে জানান, এই খবর ঠিক নয়।

এ ছাড়াও, চিকিৎসকদের লড়াইকে অভিনন্দন জানিয়েছেন মেসি। তাঁর কথায়, ‘‘সারা বিশ্বের স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালগুলিতে যে সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা লড়াই করে সংক্রমণ থেকে মানুষকে বাঁচাচ্ছেন, তাঁদের অভিনন্দন জানাচ্ছি। কারণ স্বাস্থ্য সব সময়েই অগ্রাধিকার পাবে। ব্যতিক্রমী এই সময়ে আমাদের সকলের উচিত স্বাস্থ্য সংস্থা, চিকিৎসক ও প্রশাসনিক নির্দেশ মেনে চলার। এতেই অনেকটা প্রতিরোধ হবে।’’ যোগ করেন, ‘‘বাড়ির বাইরে না বেরিয়ে প্রিয়জনের পাশে থাকুন। আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান খুঁজে পাবে বিশ্ব।’’

রোনাল্ডোও এই মারণ ভাইরাসের বিশ্বজুড়ে সংক্রমণ দেখে সোশ্যাল মিডিয়ায় চিকিৎসকদের ধন্যবাদ দিয়ে লেখেন, ‘‘বিশ্ব এই মুহূর্তে দুঃসময়ের মধ্য দিয়ে চলছে। সবাইকে এগিয়ে এসে আক্রান্তদের সেবা-যত্ন করে সুস্থ করে তুলতে হবে। একজন ফুটবলার হিসেবে এ কথা বলছি না। বরং বর্তমান পরিস্থিতি দেখে এই বক্তব্য রাখছি, একজন বাবা, ছেলে বা সাধারণ মানুষ হিসেবে।’’ যোগ করেন, ‘‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে পরামর্শ দিয়েছে তা মেনে চলতে হবে। সবার উপরে মানুষের জীবন। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের জন্য

সমবেদনা। ধন্যবাদ চিকিৎসকদের। একই সঙ্গে স্বাস্থ্যকর্মীদেরও।’’

Cristiano Ronaldo Lionel Messi Football Coronavirus
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy