পাকিস্তানের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ শুরু হওয়ার আগে ইংল্যান্ড শিবিরে করোনা হানা। দলের সাত জন সদস্য কোভিডে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে তিন জন ক্রিকেটার ও চার জন প্রশিক্ষক দলের সদস্য। তবে ইংল্যান্ড এবং ওয়েলস বোর্ডের ক্রিকেট পরিচালক অ্যাশলে জাইলস মনে করেন তাঁর দলের ক্রিকেটাররা কঠিন জৈব সুরক্ষা বলয় ভাঙেননি। কিন্তু কীভাবে বলয় ভেদ করে ভাইরাস হানা দিল, সেই বিষয়ে তদন্ত শুরু করতে চলেছে ইসিবি।
কোভিড আক্রান্ত ক্রিকেটারদের নাম ঘোষণা করা না হলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দলের অধিনায়ক অইন মর্গ্যান তাঁদের মধ্যে অন্যতম। তাই পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে দলে ফেরা বেন স্টোকসের হাতে দায়িত্ব তুলে ধরা হয়েছিল। মঙ্গলবারই নতুন দল ঘোষণা করেছিল ইসিবি।