ভারতীয় ক্রিকেটে ফের দুর্নীতির কালো ছায়া। আইপিএল বা রাজ্য দলে সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে উঠতি ক্রিকেটারদের থেকে লক্ষ লক্ষ টাকা আদায়ের অভিযোগ উঠেছে বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই ঘটনায় আটক করা হয়েছে কুলবীর রাওয়ত নামে এক কোচকে। তিনি স্বীকার করেছেন, আট-ন’জন ক্রিকেটারের কাছ থেকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছেন। জেরার মুখে রাওয়ত উল্লেখ করেছেন বিকাশ প্রধানের নাম, যিনি সিকিম ক্রিকেট সংস্থার নির্বাচক। বিকাশকে নোটিশ পাঠিয়ে তদন্তে যোগ দেওয়ার নির্দেশ দিতে পারেন তদন্তকারীরা। সিকিম ক্রিকেট সংস্থা ইতিমধ্যেই বিকাশকে কারণ দর্শানোর বিজ্ঞপ্তি জারি করে ঘটনায় তাঁর ভূমিকার কথা জানতে চেয়েছে।
কুলবীর রাওয়ত এবং আশুতোষ বোরা নামে এক ব্যক্তির বার্তা চালাচালির খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। সেখান থেকে বেশ কিছু বড় নাম উঠে এসেছে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার সহ-সভাপতি মহিম বর্মা, নির্বাচক আক্রম খান এবং উত্তরাখন্ড ক্রিকেট সংস্থার সিইও আমন এই চক্রের সঙ্গে যুক্ত। রাওয়াত জানিয়েছেন, উত্তরপ্রদেশ এবং উত্তরাখন্ডের ক্রিকেটারদের নির্বাচনে একাধিক বার জড়িত ছিলেন তিনি।