আইপিএল নিলামের জন্য খেলোয়াড়দের তালিকা প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ১৪টি দেশের মোট ১৩৫৫ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করিয়েছেন। তালিকায় রয়েছেন বেঙ্কটেশ আয়ার, আকাশ দীপ, পৃথ্বী শ, উমেশ যাদব, সরফরাজ় খানদের মতো ভারতের হয়ে খেলা ক্রিকেটার। রয়েছেন স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, শাকিব আল হাসান, রাচিন রবীন্দ্রের মতো বিদেশিও। প্রথম সারির ক্রিকেটারদের মধ্যে নাম নথিভুক্ত করাননি গ্লেন ম্যাক্সওয়েল।
আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে হবে আইপিএলের ছোট নিলাম। ১০টি দলের হাতে রয়েছে মোট ২৩৭ কোটি ৫৫ লাখ টাকা। সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার দল পেতে পারেন। বিদেশির সংখ্যা হতে পারে সর্বোচ্চ ৩১। সব দলই নিলামের পরিকল্পনা শুরু করে দিয়েছে। এর মধ্যেই কোন কোন ক্রিকেটারকে কেনার সুযোগ থাকবে, কার জন্য ন্যূনতম কত টাকা খরচ করতে হবে জানিয়ে দিল বিসিসিআই। কোন দল কাদের কিনতে ইচ্ছুক, সেই তালিকা আগামী ৫ ডিসেম্বরের মধ্যে বিসিসিআইকে দিতে হবে। তার উপর নির্ভর করবে নিলামের চূড়ান্ত তালিকায় কত জন ক্রিকেটার থাকবেন।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতের মাত্র দু’জন ক্রিকেটার নিজেদের ন্যূনতম দাম ২ কোটি টাকা রেখেছেন। তাঁরা হলেন বেঙ্কটেশ এবং রবি বিশ্নোই। অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার স্মিথ এবং গ্রিন তাঁদের ন্যূনতম মূল্য রেখেছেন ২ কোটি টাকা। ৪৩ জন বিদেশি ক্রিকেটার তাঁদের ন্যূনতম মূল্য ২ কোটি টাকা রেখেছেন। এই তালিকায় রয়েছেন ম্যাথু শর্ট, জশ ইংলিস, জনি বেয়ারস্টো, জেমি স্মিথ, আলজ়ারি জোসেফ, লুঙ্গি এনগিডি, ওয়ানিন্দু হাসরঙ্গেরা রয়েছেন। আইপিএলের সময় বিয়ে হওয়ার কথা ইংলিসের। পুরো প্রতিযোগিতায় তাঁকে পাওয়ার সম্ভাবনা নেই। তবু নিজের ন্যূনতম মূল্য ২ কোটি টাকা রেখেছেন তিনি। বাংলাদেশের উল্লেখযোগ্য ক্রিকেটারদের মধ্যে শাকিব ছাড়াও নাম রয়েছে মুস্তাফিজুর রহমানের। শাকিব নিজের ন্যূনতম মূল্য রেখেছেন ১ কোটি টাকা।
বেঙ্কটেশ, আকাশ, বিশ্নোই, পৃথ্বী, সরফরাজ় ছাড়া ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দলগুলির নজর থাকবে ময়ঙ্ক আগরওয়াল, রাহুল চাহার, দীপক হুডা, শিবম মাভি, নবদীপ সাইনি, কুলদীপ সেন, রাহুল ত্রিপাঠীদের নিয়ে। তালিকায় নাম রয়েছে মালয়েশিয়ার ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার বীরনদীপ সিংহের।
আরও পড়ুন:
এ বার ম্যাক্সওয়েলকে ছেড়ে দিয়েছে পঞ্জাব কিংস। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অলরাউন্ডারকে দেখা যাবে না আগামী আইপিএলে। নিলামের জন্য নিজের নামই নথিভুক্ত করাননি তিনি। গত মরসুমে সাফল্য পাননি ম্যাক্সওয়েল। সাতটি ম্যাচ খেলে ৪৮ রান করেন। উইকেট নেন ৪টি। তার পর চোট পাওয়ায় আর খেলতে পারেননি।