Advertisement
১১ মে ২০২৪
AB de Villiers

AB de Villiers: আইপিএল-এও আর নেই ডিভিলিয়ার্স, সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ককে আর দেখা যাবে না আইপিএল-এ। রয়্যাল চ্যালেঞ্জার্সে বিরাট কোহলীর সতীর্থ শুরু করলেন তাঁর নতুন ইনিংস।

এবি ডিভিলিয়ার্স।

এবি ডিভিলিয়ার্স। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ১৩:০৪
Share: Save:

সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন এবি ডিভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ককে আর দেখা যাবে না আইপিএল-এ। রয়্যাল চ্যালেঞ্জার্সে বিরাট কোহলীর সতীর্থ শুরু করলেন তাঁর নতুন ইনিংস।

৩৭ বছরের ডিভিলিয়ার্স টুইট করে জানালেন তাঁর মধ্যে আর খেলার ইচ্ছা খুব বেশি বেঁচে নেই। শুক্রবার টুইট করে তিনি লেখেন, ‘দুর্দান্ত সফর ছিল, তবে এ বার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলাম আমি। দাদার সঙ্গে বাগানে খেলা থেকে শুরু হয়েছিল। বরাবর খেলা নিয়ে প্রচণ্ড উত্তেজিত ছিলাম। কিন্তু ৩৭ বছর বয়সে এসে নিজের মধ্যে সেই আগুনটা আর অতটা জোরালো ভাবে খুঁজে পাচ্ছি না।’

বুধবার একাধিক টুইট করেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক। তিনি লেখেন, ‘দক্ষিণ আফ্রিকা হোক বা আরসিবি বা টাইটান্স, ক্রিকেট বরাবর আমাকে দু'হাত ভরে দিয়েছে। ক্রিকেটের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ থাকব।’

ডিভিলিয়ার্স তাঁর সতীর্থদেরকেও ধন্যবাদ জানিয়েছেন। তিনি লেখেন, ‘আমার এই যাত্রা পথে পাশে থাকার জন্য সব সতীর্থ, বিপক্ষ, কোচ, ফিজিয়ো, এবং স্টাফদের ধন্যবাদ। দক্ষিণ আফ্রিকা দলকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। দক্ষিণ আফ্রিকা, ভারত যেখান যেখানে খেলেছি সেখান থেকে বিরাট সমর্থন পেয়েছি। সব শেষে জানাতে চাই, আমার পরিবার পাশে না থাকলে কোনও কিছু সম্ভব হত না। আমার মা-বাবা, ভাইরা, স্ত্রী ড্যানিয়েল, আমার সন্তানদের অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। জীবনের পরবর্তী সময়ের দিকে তাকাতে চাই। নতুন ইনিংসে পরিবারকে সঙ্গ দিতে চাই।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE