নিজের হাতে এশিয়া কাপ ট্রফি দেওয়ার সিদ্ধান্তে অনড় মহসিন নকভি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ট্রফি হস্তান্তরের দবি জানিয়ে ই-মেল করে সম্প্রতি। তার পর আবার নতুন শর্ত দিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি।
নকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এবং সে দেশের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের প্রেক্ষিতে পাক মন্ত্রীর হাত থেকে ট্রফি নিতে রাজি হননি ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। এশিয়া কাপ ফাইনালের পর মঞ্চে খানিক ক্ষণ অপেক্ষা করে ট্রফি নিয়ে হোটেলে ফিরে যান নকভি। তার পর থেকেই ট্রফি হস্তান্তর নিয়ে নকভির সঙ্গে টানাপোড়েন চলছে বিসিসিআইয়ের।
সম্প্রতি ট্রফি হস্তান্তরের দাবি জানিয়ে নকভিকে ই-মেল করেছিলেন বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া। তার প্রেক্ষিতেই নতুন শর্ত দিয়েছেন নকভি। পাকিস্তানের সাংবাদিক ফইজ়ান লখানি সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘নকভি বিসিসিআইয়ের ই-মেলের জবাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে দুবাইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে ভারতের কোনও ক্রিকেটারের হাতে ট্রফি তুলে দিতে চান। সেই অনুষ্ঠানে ভারতের অন্তত এক জন ক্রিকেটারের উপস্থিতি বিসিসিআইকে নিশ্চিত করতে বলেছেন এসিসি সভাপতি।’’ নকভির এই শর্তে রাজি নয় বিসিসিআই। নকভির হাত থেকে ট্রফি না নেওয়ার অবস্থানে অনড় বিসিসিআই কর্তারা। সে কথা নকভিকে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন তাঁরা। ফলে বিষয়টি নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইইসিসি) সভা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া পথ নেই বলে মনে করছেন লখানি।
আরও পড়ুন:
বিসিসিআই ছাড়া শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ক্রিকেট বোর্ডও নকভিকে ই-মেল করে ভারতকে ট্রফি হস্তান্তরের অনুরোধ করেন। নকভিকে ই-মেল করেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লও। কিন্তু এসিসি সভাপতি ভারতে ট্রফি পাঠাতে রাজি নন।