বিরাট কোহলীদের এ বার হুমকি দিয়ে রাখল আফগানিস্তানও। প্রথমে ব্যাট করলে তাঁরা ভারতকে হারাতে পারেন বলে দাবি করেছেন দলের জোরে বোলার হামিদ হাসান। এই মুহূর্তে লিগ তালিকায় দু’নম্বরে রয়েছেন রশিদরা। ভারতকে হারাতে পারলে শেষ চারে ওঠার দৌড়ে তারা অনেকটাই এগিয়ে যাবে।
ম্যাচের আগে আফগান জোরে বোলার হামিদ বলেন, ‘‘ভারতের বিরুদ্ধে যদি আমরা প্রথমে ব্যাট করে বড় রান তুলতে পারি তা হলে আমাদের জেতার সুযোগ রয়েছে। ভাল বোলিং ও ফিল্ডিং করে আমরা ভারতকে হারিয়ে দিতে পারি।’’
আরও পড়ুন:
তবে ম্যাচের আগে উইকেট দেখে তাঁরা নিজেদের পরিকল্পনা করবেন বলে জানিয়েছেন হামিদ। তিনি বলেন, ‘‘সবটাই নির্ভর করছে উইকেটের উপর। আমরা উইকেট দেখে পরিকল্পনা করব। ম্যাচের আগে থেকে কিছু বলা যায় না। কিন্তু ম্যাচে আমরা ১০০ শতাংশ দেব।’’
এখন থেকেই সেমিফাইনালের স্বপ্ন দেখা শুরু করেছে আফগানিস্তান। হামিদের কথাতেই সেটা স্পষ্ট। তিনি বলেন, ‘‘আমরা একটি করে খেলা ধরে এগোচ্ছি। আমাদের লক্ষ্য সেমিফাইনাল। দলে মহম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমানের মতো ক্রিকেটাররা রয়েছেন। আমাদের ব্যাটিংও যথেষ্ট ভাল। নিজেদের উপর ভরসা রয়েছে।’’
বিশ্বকাপে শেষ চারের দৌড়ে টিকে থাকতে হলে আফগানিস্তানকে হারাতে হবে কোহলীদের। তার পরেও তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকে। এখন দেখার দুবাইয়ে প্রথম থেকে ম্যাচের রাশ কারা নেয়।