আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে নতুন নজির গড়লেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে টি২০ ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেটের মালিক হয়েছেন তিনি। ভেঙে ফেলেছেন শ্রীলঙ্কার জোরে বোলার লাসিথ মালিঙ্গার রেকর্ড।
পাকিস্তানের মহম্মদ হাফিজকে আউট করার সঙ্গেই এই কীর্তি গড়েন রশিদ। মাত্র ৫৩টি ম্যাচে ১০০ উইকেট নিলেন তিনি। এর আগে ৭৬টি ম্যাচে মালিঙ্গার নেওয়া ১০০ উইকেট ছিল দ্রুততম। তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদি। ৮২ ম্যাচে ১০০ উইকেট নিয়েছেন তিনি। ৮৩ ম্যাচে এই কীর্তি করে চার নম্বরে রয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান।
আরও পড়ুন:
শুধু টি২০-তেই নয়, আন্তর্জাতিক এক দিনের ম্যাচেও দ্রুততম সেঞ্চুরির উইকেট আফগান স্পিনারের দখলে। মাত্র ৪৪টি এক দিনের ম্যাচে এই রেকর্ড গড়েছেন রশিদ।
পাকিস্তানের বিরুদ্ধে হাফিজ ছাড়াও বাবর আজমের উইকেট নিয়েছেন রশিদ। কিন্তু তার পরেও ম্যাচ জিততে পারেননি তাঁরা। এক ওভারে আসিফ আলির চার ছক্কায় ম্যাচ জিতে গ্রুপ বি-র শীর্ষে পাকিস্তান।