Advertisement
E-Paper

ভেঙে গেল কেকেআর মেন্টরের রেকর্ড! টি২০-তে নজির আফগান স্পিনার রশিদের

টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন রশিদ খান। আফগানিস্তানের এই স্পিনার টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেটের মালিক হয়েছেন। তিনি ভেঙে ফেলেছেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ডোয়েন ব্রাভোর নজির।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০৬
cricket

রশিদ খান। —ফাইল চিত্র।

ভেঙে গেল কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ডোয়েন ব্রাভোর রেকর্ড। তাঁর রেকর্ড ভেঙে দিলেন রশিদ খান। আফগানিস্তানের এই স্পিনার টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেটের মালিক হয়েছেন।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে এমআই কেপ টাউনের হয়ে খেলেন রশিদ। পার্ল রয়্যালসের বিরুদ্ধে সেমিফাইনালে ৩৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। এই ম্যাচের পর টি-টোয়েন্টিতে রশিদের উইকেটের সংখ্যা হয়েছে ৬৩৩। ব্রাভোর রয়েছে ৬৩১টি উইকেট। অর্থাৎ, এই ম্যাচের আগে দু’জনে যৌথভাবে সর্বাধিক উইকেটশিকারি ছিলেন। এ বার ব্রাভোকে ছাপিয়ে গেলেন রশিদ।

এই ৬৩৩টি উইকেটের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফগানিস্তানের হয়ে ১৬১টি উইকেট নিয়েছেন রশিদ। বাকি ৪৭২টি উইকেট নিয়েছেন ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেটে। বিভিন্ন দেশের লিগে খেলেন রশিদ। তার মধ্যে উল্লেখযোগ্য সানরাইজ়ার্স হায়দরাবাদ, গুজরাত টাইটান্স, অ্যাডিলেড স্ট্রাইকার্স, সাসেক্স শার্কস, ট্রেন্ট রকেটস ও এমআই কেপ টাউন।

ব্রাভোর থেকে অনেক কম ম্যাচ খেলে তাঁকে টপকে গিয়েছেন রশিদ। ৪৬১টি ম্যাচে ৬৩৩টি উইকেট নিয়েছেন আফগান স্পিনার। তাঁর বোলিং গড় ১৮.০৮। সেখানে ৬৩১টি উইকেট নিতে ৫৮২টি ম্যাচ খেলেছেন ব্রাভো। তাঁর বোলিং গড় ২৪.৪০। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন কেকেআর ও ওয়েস্ট ইন্ডিজ়ের স্পিনার সুনীল নারাইন। তাঁর উইকেটের সংখ্যা ৫৭৪। চার নম্বরে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। টি-টোয়েন্টিতে তাঁর উইকেটের সংখ্যা ৫৩১। বাংলাদেশের শাকিব আল হাসান ৪৯২টি উইকেট নিয়ে এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।

Rashid Khan Dwayne Bravo T20 Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy