Advertisement
০৬ মে ২০২৪
WTC Final 2023

বিরাট ফেরার পরেই নিশ্চিত হয়ে যায় জয়, বলছেন স্মিথ

ট্র্যাভিস হেডের সঙ্গে তাঁর জুটি ভারতীয় বোলারদের রীতিমতো পরীক্ষায় ফেলে দেয়। রবিবার ম্যাচ শেষে স্মিথ জানালেন, প্রথম দিন থেকেই দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া।

Virat

বোলান্ডের বলে অফ স্টাম্পের বাইরের বলে খোঁচ মেরে আউট বিরাট। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ জুন ২০২৩ ০৯:১০
Share: Save:

বিশ্ব টেস্ট ফাইনালে ভারতকে ২০৯ রানে হারিয়ে প্রথম বার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে শতরান করে ভারতকে লড়াই থেকে পিছিয়ে দিয়েছিলেন স্টিভ স্মিথ। ট্র্যাভিস হেডের সঙ্গে তাঁর জুটি ভারতীয় বোলারদের রীতিমতো পরীক্ষায় ফেলে দেয়। রবিবার ম্যাচ শেষে স্মিথ জানালেন, প্রথম দিন থেকেই দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া।

সম্প্রচারকারী চ্যানেলকে স্মিথ বলেন, ‘‘আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এই ট্রফি। গত দু’বছর অসাধারণ ক্রিকেট খেলেছি। ভারতও নিঃসন্দেহে ভাল ক্রিকেট খেলেছে।’’ যোগ করেন, ‘‘প্রথম দিন আমরা দারুণ জায়গায় পৌঁছে গিয়েছিলাম। হেড অসাধারণ ব্যাট করেছে। আমাকে নিজের খেলাটা খেলতে সাহায্য করেছে। ওর সঙ্গে দায়িত্ব নিয়ে ইনিংস সাজাতে পেরেছি।’’

দ্বিতীয় ইনিংসে স্লিপে অসাধারণ ক্যাচে তিনিই ফেরান কোহলিকে। ডান দিকে উড়ে গিয়ে বল তালুবন্দি করেন। স্মিথ মনে করেন, ওই ক্যাচই ম্যাচে ফিরিয়ে আনে অস্ট্রেলিয়াকে। তিনি বুঝতে পেরেছিলেন, সেরার মুকুট বসতে চলেছে তাঁদের মাথায়।

স্মিথের কথায়, ‘‘বিরাটের ক্যাচটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। রান তাড়া করার ক্ষেত্রে বিরাট ভয়ঙ্কর। ও কী করতে পারে সকলেই জানে। জাডেজার উইকেটটাও জরুরি ছিল। ওই দুটি উইকেট আমাদের মধ্যে ম্যাচ জেতার বিশ্বাস তৈরি করে। তবে জাডেজার উইকেটও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ ছিল।’’

অধিনায়ক প্যাট কামিন্স আবার গর্বিত তাঁর দলের বোলার স্কট বোলান্ডকে নিয়ে। পঞ্চম দিন সকালে ভারত যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সেই মুহূর্তে কোহলি ও রবীন্দ্র জাডেজার উইকেট নিয়ে ম্যাচের রং পাল্টে দেন বোলান্ড। বলেন,‘‘ওকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। ও আমার প্রিয় বোলার। ও আবারও প্রমাণ করল, কেন ও আমার প্রিয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

WTC Final 2023 Cricket Steve Smith Virat Kohli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE